অশোক গুপ্ত র আজ দ্বিতীয় বর্ষ মৃত্যু বার্ষিকী উদযাপিত হল
নয়া ঠাহর ,গুয়াহাটি 1 নভেম্বর মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সমাজ কর্মী অশোক গুপ্ত ওরফে কার্তিকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী অনাড়ম্বর ভাবে উদ্যাপিত হল। গৃহী সন্ন্যাসী কার্তিক সততার প্রতিমূর্তি অকৃতদার শেষ দিন পর্যন্ত মানুষের সেবা কে পরম ধর্ম বলে মনে করে দান ধ্যান করে জীবন কাটান।তিনি জাতপাতের উর্দ্ধে ছিলেন ।ইদ উৎসবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে সাহার্যের হাত বাড়িয়ে দিতেন। বাড়ির কুকুর বিড়াল পাখিদের খবরের ব্যবস্থা করতেন।কেদারনাথ, বদ্রি নাথ সহ চারধাম পাহাড় নদী প্রতিকূল পরিবেশ সফর করে ফিরে অনন্য এক গ্রন্থ রচনা করেন। ।যা সমাদর লাভ করে। কান্দি রাজ কলেজের স্নাতক ,পরে আইন পাশ করে পেশা হিসাবে গ্রহন না করে সাহারা ইন্ডিয়ার অফিসার পদে কাজ করে অবসর গ্রহন করেন। তার দ্বিতীয় বার্ষিক মৃত্যু দিবসে শ্রদ্ধা নিবেদন করা হয়। মুর্শিদাবাদ জেলার কান্দি জেল রোডের আদি বাসিন্দা অশোক অনেক মানসিক অত্যাচারের শিকার হয়েছিল সে কথা অকপটে লিখে গেছেন। 2022সালের 2নভেম্বর কার্তিক মারা গেছেন কিন্তু পঞ্জিকা তিথি অনুযায়ী আজ1নভেম্বর দ্বিতীয় বছর পূর্ণ হল।
কোন মন্তব্য নেই