Header Ads

ডোমের তথ্য নিয়ে ডাক্তার রিপোর্ট দিচ্ছে

তথ্য দিচ্ছেন ডোম লিখছেন চিকিৎসক 

 মর্গের মেঝেতে শোয়ানো এক তরুণীর মৃতদেহ। গলায় কাপড়ের ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে। সেই ফাঁস এবং দেহের বাইরের বিভিন্ন চিহ্ন পরীক্ষা করছেন দু'জন-যুবক। তাঁদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে বিভিন্ন তথ্য নথিভুক্ত করছেন আরও এক জন। 
   মর্গের অফিসে টেবিলের সামনে এপ্রন পরে দাঁড়িয়ে এক জন।
  সামনে চিরকুট হাতে এক যুবক। তাঁর থেকে ময়না তদন্ত হওয়া এক মৃতের ওজন মাথায় কোথায় কী আঘাত সমস্ত কিছু শুনে নথিভুক্ত করছেন ওই ব্যক্তি। লেখা শেষ হতেই তিনি বেরিয়ে গেলেন 
   সম্প্রতি প্রকাশ্যে আসার আর জি কর মেডিক্যাল কলেজের মর্গের দুটি ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ দিনের পর দিন এই ভাবে ওই মগে তৈরি হয়েছে ময়না তদন্তের রিপোর্ট। কিন্তু প্রকাশিত ভিডিয়োর ওই দুটি দৃশ্যে যাঁদের দেখা গেল তাঁরা কারা? খোঁজখবর নিয়ে জানা যাচ্ছে তরুণীর দেহ পরীক্ষা করা দুই যুবক পেশায় ডোম। তাঁদের থেকে জেনে কাগজে লিখতে থাকা এবং চিরকুট দেখে তথ্য নথিভুক্ত করানো যুবক আর জি কর মর্গের হেড ডোম সন্তোষ মল্লিক বলেই হাসপাতালের কর্মীরা জানাচ্ছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.