Header Ads

পশ্চিমবঙ্গের তৃনমূল সরকার পথ কুকুর রক্ষায় এস ও পি জারি

সরকার নির্দিষ্ট নিয়ম নীতি জারি করেছে 
 মৌমিতা দাস ,কান্দি
 রাস্তায় কুকুর দেখলে তাদের কে কিছু খাবার খেতে দিতে হবে। যদি খাবার দিতে  না পারেন তা হলে খাবারের সাথে বিষ  খাইয়ে মারবে না। মনে রাখবেন তাদের ও বেঁচে থাকার অধিকার আছে। পৃথিবীটা আপনা দের একার না। এই পৃথিবীতে সবার বেঁচে থাকার অধিকার আছে। কোনো কুকুর দেখলে মারবেন না। তাদের ও কষ্ট হয়। তাঁরা হয় তো মুখে বলতে পারে না কিন্তু কষ্ট তাঁদেরও হয়। তাই বলছি কুকুরদের ভালোবাসতে না পারলে অবহেলা করবেন না। ভারতের প্রাক্তন শিল্পপতি রতন টাটা SOP জারি করে গিয়েছেন।   তার নিজস্ব বিখ্যাত ফাইভস্টার তাজ হোটেলের আসেপাশে যে সব কুকুর ঘোরাফেরা করতো তাদের খেতে দিতে হবে। রতন টাটার পর পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার SOP জারি করা হলো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.