Header Ads

সংসদ ভুন্ডলের চেষ্টা অব্যাহত

৮০-৯০ বার হেরে সংসদ ভন্ডুলের চেষ্টা, খোঁচা মোদীর 

 সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার ঠিক আগের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ শানালেন কংগ্রেস রাহুল গান্ধী তথা বিরোধী শক্তিকে লক্ষ্য করে। মহারাষ্ট্রে বিপুল ভোটে জিতে আসা বিজেপি -র শীর্ষ নেতার কথায় সংসদের সুস্থ আলোচনা হওয়া আবশ্যক। দুর্ভাগ্যবশত আমজনতার কাছে প্রত্যাখ্যান হওয়া কিছু ব্যক্তি এখনও নিজেদের রাজনৈতিক লাভ কুড়োনোর জন্য সংসদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে সংসদ ভন্ডুল করার কৌশল নিচ্ছেন। 
  কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রেণুকা চৌধুরির পাল্টা প্রধানমন্ত্রী যে ভাষা ব্যবহার করেছেন তা তাঁর পদমর্যাদায় লোভা পায় না। আমার সংসদে নির্দিষ্ট গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছি। তাঁর দয়ার আসিনি। সংসদে নিয়মসম্মত ভাবে নোটিস জারি করার পরও কেন বলতে দেওয়া হয় না বিরোধীদের? আদানি নিয়ে কীসের এত ভয়? ডাল মে কুছ কালা হ্যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.