ঝাড়খণ্ড প্রচারের মুখ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার জনসভায় ভিড় উপচে পড়ছে
অমল গুপ্ত ,গুয়াহাটি : ৩ নভেম্বর, ঝাড়খণ্ড এ বিশাল সংখ্যক হিন্দু জনগোষ্ঠির বাস, হিন্দু বাঙালি জনগোষ্ঠী অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিকে চেয়ে আছেন। ভরসা করছেন। জে এম এম শাসক জোট মুসলিম ভোটারদের পক্ষে কাজ করছে বলে অভিযোগ ।এই প্রেক্ষিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিন্দু - মুসলিম ভোটারদের মধ্যে ভারসাম্য রক্ষার কাজ করছেন।গতকাল বলেছেন হিন্দুদের পক্ষে কথা বলা মানেই মুসলিমরা টার্গেট নয়। ওই রাজ্যের স্থায়ী বাঙালি হিন্দু আর উদ্বাস্তু বাঙালি হিন্দু ভোটাররা হিমন্ত বিশ্ব শর্মার দিকে চেয়ে আছেন। তাঁর উপরেই ভরসা করছেন। এর পরেও হিমন্ত বাংলাদেশের মত ঝাড়খণ্ড এ সনাতন ধর্ম রক্ষার আহ্বান তাৎপর্যপূর্ণ। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন খুন্তি জেলার এক নির্বাচনী সভায় অভিযোগ করেন ঝাড়খণ্ডের উপজাতি জনগোষ্ঠীর শ্রমিক অসমের চা বাগানে কাজ করেও উপযুক্ত মর্যাদা পারছে না। তাদের ফিরে আসার আহ্বান জানান হেমন্ত । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি অসমের চা বাগানের শ্রমিকদের সার্বিক কল্যাণে অসম সরকার নানা কাজ করে যাচ্ছে।। ৩ নভেম্বরে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন প্রচারের কো ইনচার্জ অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস নেতা রাহুল গান্ধী কে আক্রমণ করে বলেন তিনি হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন। দাবি করেন রাহুল গান্ধী বরাবর হিন্দু বিরোধী।রাহুলের ধারনা এই ধরনের পদক্ষেপ হিন্দুদের দুর্বল করে তুলবে। হিমন্ত অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন তারফলে হিন্দু সমাজ দুর্বল হচ্ছে।অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন ঝাড়খণ্ড এর আদিবাসীরা হেমন্ত সরনের হাতে সুরক্ষিত নন,অনুপ্রবেশকারীরা এসে স্থানীয় মেয়েদের নানা প্রলোভন দেখিয়ে বিয়ে করছে। তা বন্ধ করতেই হবে। এই কারনে বিজেপি রুটি বেটি ও মাটিকে রক্ষার স্লোগান দিচ্ছে।








কোন মন্তব্য নেই