দেশে দীপাবলির শব্দবাজি , আলোর রোশনাই ভয়ংকর দুষণ বিপদের সংকেত দিচ্ছে
অমল গুপ্ত ,৩নভেম্বর ,গুয়াহাটি,: আমেরিকার মিডিয়া ভারতের সার্বিক কল্যাণের ভুয়সী প্রশংসা করছে।দাবি করেছে বিশ্বর অর্থনীতি তে ভারত সুপার পাওয়ার এর দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।কিন্তু ভারতের পরিবেশ প্রকৃতি দূষণ মাত্রা ক্রমশ নিয়ন্ত্রণ হীন রাজধানী নগরী দিল্লী কলকাতা ক্রমশ দূষণ ছড়াচ্ছে।দীপাবলি রাতে দিল্লী দূষণ অন্ধকারে ঢাকা পড়ে গেছে। দীপাবলি শব্দবাজি আতশবাজি নিয়ন্ত্রণে ছিল না না দিল্লী কলকাতা এমন কি গুয়াহাটি । রাতের গুয়াহাটি দেখলাম ভয়ংকর বিপদের সংকেত।রাত ১১ টা তেও বম ফাটছে। কলকাতা তে প্রশাসন বলতে কিছুই নেই।দিল্লী র আশ পাশে ফসল পোড়ানোর ধোঁয়া , যান বাহনের কার্বন বিষ দেশের রাজধানী কে গ্রাস করেছে। পাশের বাড়ির মানুষকে দেখা যাচ্ছিল না এতটাই ধোঁয়ার ঘনত্ব।দীপাবলির রাতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৯৯৯ তে পৌঁছে যায়।যা ভয়াবহ সংকেত দিচ্ছে। দেশে এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নিম্নতম তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস ছড়িয়ে গেছে। এই মাসেও শীতের আশা নেই। মৌসম ভবন আশা দেখাতে পারছে না। দেশের অধিকাংশ নদনদী দূষিত।দেশের সবুজ জঙ্গল সব উজাড় হয়ে যাচ্ছে।প্রতিরোধ নেই।নিয়ন্ত্রণ নেই। ভূগর্ভের জল ভান্ডার ফুরিয়ে যাচ্ছে।। নদ নদী পাহাড় প্রকৃতি সব দূষণ ছড়াচ্ছে। পরিবেশ প্রকৃতি দূষণ মুক্ত না হলে উষ্ণতা বাড়তে থাকবে। শীত কালেও গরম সঙ্গে মশা ডেঙ্গু র সতর্কতা নিয়ে মানুষকে বাঁচতে হবে।








কোন মন্তব্য নেই