Header Ads

বাংলাদেশে ইসকন প্রধান গ্রেফতার

‘ নয়া  ঠাহর,  অমল গুপ্ত    : বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ’র মুখপাত্র,ইসকনের সংগঠক ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে  সবাই।
  বাংলাদেশের শাসক গোষ্ঠী দেশকে হিন্দু শূন্য করার দিকেই এগোচ্ছে। হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ পথে নেমেছে।সারা বিশ্বে ইসকন কেন্দ্র গুলিতে প্রতিবাদের ঝড় উঠেছে।বাংলাদেশকে হিন্দু শূন্য করার চক্রান্ত শুরু করেছে মহম্মদ  ইউনূস সরকার। চিন্ময় কৃষ্ণ দাস অভিযোগ করেছেন ৫৩ বছর থেকে বাংলদেশে হিন্দু বাঙালিদের উপর লাগাতার অত্যাচার চলছে। সারা বিশ্বে  চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কে বিনা শর্তে মুক্তির দাবি তুলেছে। বাংলাদেশে কয়েক কোটি হিন্দু বাঙালির কোনো মৌলিক অধিকার নেই ,সাংবিধানিক অধিকার নেই।খুলনা,বরিশাল ,দিনাজপুর , রংপুর , ঠাকুরগাঁ , যশোর ইত্যাদি জায়গায় মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।চট্টগ্রামের চেরাগী মোর বাংলাদেশের পতাকা পাশে ত্রিশূল মার্কা গেরুয়া পতাকা লাগিয়ে দিলে   হিন্দু বিরোধী বিক্ষোভ সূত্রপাত হয়। হিন্দু নেতারা হিন্দু পরিবারদের জন্যে সাংবিধানিক অধিকার দাবি করেছে। বিএনপি আর  ইসলামী ছাত্র শিবির সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে বলে অভিযোগ এসেছে। আর্ন্তজাতিক হিন্দু ধর্মীয় সংস্থা  ইসকন   অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কে মুক্তির দাবিতে  সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে।কেন্দ্রীয় সরকার  প্রতিক্রিয়া কড়া  ব্যক্ত করেছে। বাংলাদেশে হিন্দু বাঙালিদের উপর লাগাতার  অত্যাচার চলছে।মহাম্মদ  ইউনূস ক্ষমতায় আসার পর পরিস্থিতি  অনেক খারাপ হয়েছে।  শেখ মুজিবর রহমান ধর্মনিরপেক্ষ নীতি মেনে চলতেন। সে দেশে কোটি কোটি হিন্দু সম্প্রদায় আজও বসবাস করেন।অথচ তাদের উপেক্ষা করে এক ধর্ম এক জাতির সরকার গড়তে চাইছেন মহম্মদ ইউনূস।চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা রুজু করা হয়েছে। তার মুক্তির দাবিতে বাংলদেশে উত্তাল । চট্রগ্রাম থেকে  ঢাকা যাওয়ার পথে গোয়েন্দারা  তাকে গ্রেফতার করেন। ভারত সরকার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।আজ কলকাতায় বিজেপি চিন্ময় কৃষ্ণ  মুক্তির দাবিতে  বিধানসভায় সামনে মুক্তির দাবিতে প্রতিবাদ আন্দোলন করেন।বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী আগামী কাল কলকাতায়  বাংলদেশে   কনস্যুলেট ঘেরাও করার আর্জি জানান। বলেন সব বিজেপি  বিধায়ক অংশ গ্রহন করবে।  পশ্চিমবঙ্গ এখন পর্যন্ত হিন্দু বাঙালিদের স্বার্থে একটি শব্দ খরচ করেনি বলে বিজেপি অভিযোগ করেছে।



হউক

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.