১১ নভেম্বর সোমবার অসম বঙ্গের তাপমাত্রা একই
অমল গুপ্ত ,কান্দি ,কোলকাতা ১১ নভেম্বর সোমবার ভোর রাত ২,৫৫ মিনিটে সারাইঘাট সুপার ফার্স্ট এক্সপ্রেস ট্রেন থেকে নেমে রামপুরহাট স্টেশনে তাপমাত্রা ম্যাপলাম সেই গুয়াহাটি র মত ২২ ডিগ্রি সেলসিয়াস। অসম পশ্চিমবঙ্গে একই তাপ মাত্রা আদ্রতা ৯৮ শতাংশ। অসমের রাজধানী নগরী গুয়াহাটি র উষ্ণতা আগের রেকর্ড ভেঙে দিয়েছে। শিলং এর তপ মাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এর আশে পাশে। ১০০ কিলোমিটার দূরবর্তী গুয়াহাটি মহানগর তাপমাত্রা দুগুন বেশি ২২ ডিগ্রি সেলসিয়াস। ১০০০ কিলোমিটার দূরবর্তী আমাদের স্টেশন রামপুরহাট আর কান্দি শহর অসমের তাপমাত্রা কে ছুয়ে গেছে। গাছ অক্সিজেন জল দেয় ছায়া দিয়ে থাকে ।সেই ছায়া ঘন গাছ কাটার প্রতিযোগিতা চলছে দুই রাজ্যে।আজ ভোরে আমার ড্রাইভার খারগ্রাম অঞ্চলের বড় বড় গাছ দেখিয়ে জানালের রাস্তা চওড়া করার জন্যে সব বড় গাছ কেটে ফেলা হয়েছে। অসমেও দেখলাম উন্নয়ন করার নামে উড়াল পুল করার নামে সব গাছ কেটে ফেলা হচ্ছে।গুয়াহাটি প্রেস ক্লাব এলাকাতে দেখলাম গাছ কাটার মহড়া শুরু হয়েছে। কেন্দ্রীয় বিজেপি জোট সরকার দেশে টানেল করার নামে উন্নয়নের নামে বড় বড় গাছ কেটে ফেলছে। উত্তরাখণ্ড এ বিদ্যুৎ কেন্দ্রে গড়ার নামে বড় বড় প্রকল্প গ্রহণ করেছে। দেশের কেন্দ্র রাজ্যে সরকার গুলি ভুলে গেছে বিশ্বে জলের প্রধান উৎস হিমবাহ দ্রুত গলছে। বিশ্বের তিন শতাংশ জল ভান্ডার প্লাস্টিক ,আবর্জনা জাহাজ থেকে ফেলে দেওয়া তেল ব্যাপক দূষণ ছড়াচ্ছে।সবচেয়ে বড় প্রাণী তিমি মাছের পেটে প্লাস্টিক ঢুকছে।চিন জাপান সহ কয়েকটি দেশে অক্টোপাস লাখ লাখ হত্যা করা হচ্ছে। সেই দেশ গুলর ফাইব star hotel গুলির খাবারের প্রধান ডিস শিশু অক্টোপাস মাংস।লাখ লাখ তিমি মাছ হত্যা চলছে। আরও ভয়ানক বিপদ ব্যাপক হারে প্লাস্টিক ব্যবহারের ফলে মাইক্র প্লাস্টিক বা প্লাস্টিক ক্ষুদ্র কনা লিভার ফুসফুস চলে যাচ্ছে।মানুষের হার্টের রোগ শ্বাসপ্রশ্বাস রোগে আক্রান্ত হচ্ছে । যা বাইরে থেকে চোখ এ দেখা যায় না।কেন্দ্রীয় সরকার দেশে প্লাস্টিক মুক্ত দূষণ মুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার করে মসনদে বসেছিল। দেশের সবুজ জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে।বৃষ্টির জল সংরক্ষণ করার কাতর আহবান জানাচ্ছে প্রধান মন্ত্রী সেই আবেদন কে কেও পাত্তা দিচ্ছে না। ভূগর্ভে জল শুকিয়ে যাচ্ছ ।দেশে বৃষ্টির জল সংরক্ষণ ১০ শতাংশ করা হচ্ছে না। শীত তাপ নিয়ন্ত্রিত মেশিন এর ঠান্ডা দেশের নেতা মন্ত্রীদের বাঁচাতে পারবে না। বিশ্ব তাপমাত্রা বেড়ে যাচ্ছে। উষ্ণতার সীমা ছড়াচ্ছে। আজ বাংলা কার্তিক মাসের ২৫ তারিখ পার হয়ে গেল।১১ নভেম্বর ২০২৪ শীতের ঘণ্টা বেজে গেছে কিন্তু ঠান্ডা নেই অসম বঙ্গে উষ্ণতা একই।একই মাত্রার বেশ উদ্বেগজনক।
কোন মন্তব্য নেই