পাহাড় লাইন আবার ট্রেন দূর্ঘটনা ,এবার মালগাড়ি টানেল এর মধ্যে বাগি
নয়া ঠাহর ,গুয়াহাটি : লাম ডিং - শিলচর পাহাড় লাইন সুরক্ষিত নয়।পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে জোর করে ব্রড গেজ ট্রেন চালানো হচ্ছে। ভূকম্প , প্রবণ ভূতাত্ত্বিক জরিপ হয়নি বলে অভিযোগ আছে।ওই লাইন একাধিক ট্রেন চালাবার লোড নিতে পারছে না। গত ১৭ অক্টোবর ডিবলং স্টেশন সংলগ্ন এলাকায় আগরতলা মুম্বই লাকমান তিলক লাইন চুট হয়।আবার ১৪ দিন বাদ মালগাড়ি দুর্ঘটনা কবলে পড়ে। বহু ট্রেন বাতিল হয়েছে।তিনটি কামড়া টানেলের ভিতরে পড়েছে।
কোন মন্তব্য নেই