Header Ads

গুয়া হাটী মহানগরে সবুজ ধ্বংসের মহড়া চলছে

অমল গুপ্ত ,গুয়াহাটি , ৩১অক্টোবর: অনেক দিন বাদ গুয়াহাটি মহানগরে এসেই মন খারাপ হয়ে গেল ।মহানগরের প্রাণকেন্দ্র দিঘলিপুকুরি এলাকার  ২৫ টি মত শতবর্ষের প্রাচীন গাছ কাটার মহড়া  চলছে।জেনে খুশি হলাম সবুজ সচেতন মানুষের প্রতিবাদ  ,সবাই সরব হয়েছে।  গাছ শহরের সহ নাগরিক   সবুজ অক্সিজেন  সরবরাহ করে শহর কে প্রাণবন্ত করে রাখে।এই প্রসঙ্গে দেশের বিখ্যাত পরিবেশ বিদ  সুন্দর লাল বহুগুনার এক পত্রের কথা মনে পড়লো তিনি চিপকো আন্দোলনের জনক হিমাচল প্রদেশে কেউ গাছ কাটতে এলে স্থানীয় মহিলারা গাছ গুলিকে জড়িয়ে ধরতেন বা চেপে ধরতেন সেই থেকে আন্দোলনের নাম  চিপকো আন্দোলন। ভারতে এক নির্বাচনের সময় রাষ্ট্রপতিকে এক চিঠি দিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন দেশের গাছ গাছড়া কি দেশের সহ নাগরিক না।তাদের কি বেঁচে থাকার সাংবিধানিক অধিকার নেই  ? ব্যক্তিগত ভাবে গাছ কাটার ঘোর বিরোধী।ভারতে মাথা পিছু মাত্র ২৭ টি গাছ আছে।জার্মান এ আছে সাড়ে তিন হাজার
আমেরিকায় চার হাজারের বেশি। অসমে জোরালো প্রতিবাদের পর আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা   বিকল্প রাস্তা খুজছেন । গাছ অন্য জায়গায় স্থানান্তর করে অত্যাধুনিক প্রযুক্তি  কে কাজে লাগাতে চাইছেন বলে জানা গেল। জনপ্রিয় দৈনিক বাংলা দৈনিক যুগশঙ্খ  পত্রিকাতে আজ সবিস্তারে খবর টি দেখে খুশি হলাম।   গুয়াহাটি আমার বকুল বন হাউসিং  কমপ্লেক্স এ নিজে হাতে  চন্দন গাছ , কাঁঠাল গাছ  নারকেল গাছ দেবদারু নিম ইত্যাদি গাছ লাগিয়েছি  আপন মনে বাড়ছে  , ।গাছ ছাড়া জীবন অপূর্ণ,  কবিতা  লেখা যাবেনা।।গাছ জল আকাশ কবিতার জন্ম দেয়। অমল গুপ্ত ,  হাতি গাওঁ, গুয়াহাটি  ৩৮ , ভেটাপাড়া রোড।   খবরটি দৈনিক জুগশঙ্খ  সংবাদপত্রে প্রকাশ পেয়েছে।





















কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.