করিমগঞ্জ 2, 3 নভেম্বর আর্ন্তজাতিক কবি সম্মেলন অনুষ্ঠিত হবে
বিশেষ প্রতিনিধি, করিমগঞ্জ :
সার্ক শীর্ষ সাহিত্য সাংস্কৃতিক মহাসম্মেলন ঘিরে প্রস্তুতি তুঙ্গে আসামের ঐতিহ্যবাহী শহর করিমগঞ্জে। ২ ও ৩ নভেম্বর দুই দিনের সাহিত্য মহাসম্মেলন ঘিরে বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ ও মহারাজা আন্তর্জাতিক কবি সম্মিলনী আয়োজিত দুইদিনের সার্ক সাহিত্য সাংস্কৃতিক মহাসম্মেলনে যোগ দিতে আসছেন পৃথিবীর ৬/৭ টি দেশের প্রতিনিধিরা ।ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, মনিপুর, আসাম, ঝাড়খণ্ড, দিল্লি কাশ্মীর, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের বহু কবি সাহিত্যিক সাংবাদিক মানবাধিকার কর্মী সঙ্গীত শিল্পী সমাজসেবী সহ অন্যান্য গুণীজনেরা।
আগামী ২- ৩ নভেম্বর সাহিত্য সাংস্কৃতিক মহাসম্মেলনে থাকবে বিশেষ সেমিনার । জাতপাতের যাঁতাকলে হারিয়ে যেতে চলেছে মানব সভ্যতা - শীর্ষক আলোচনাচক্রে অংশ নেবেন গুণীজনেরা । ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ইন্টারন্যাশনাল চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব আনন্দ মহল সরকার, সার্ক জার্নালিস্ট ফোরামের সার্ক সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মহিতোষ গায়েন , কলকাতা সিটি কলেজের উপাধ্যক্ষ ডক্টর সর্বজিৎ যশ , ইতিহাস গবেষক কবি অর্ণব দত্ত সহদেব দোলই , তরুণ কান্তি মণ্ডল, অসম সাহিত্য সভার প্রতিনিধি অধ্যাপিকা স্বপ্না কলিতা, স্মিতা কলিতা, গুণধর নাথ , কবি- শিক্ষক রতন চক্রবর্তী সহ বিভিন্ন দেশ ও বিভিন্ন রাজ্য থেকে প্রায় পাঁচ শতাধিক কবি সাহিত্যিক সাংবাদিক মানবাধিকার কর্মী সঙ্গীত শিল্পী সমাজসেবী বিশিষ্টজনেরা সার্ক সাহিত্য সাংস্কৃতিক মহাসম্মেলনে যোগ দিতে আসছেন বলে জানান বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের চেয়ারম্যান নীহার রঞ্জন নাথ। তিনি আরও জানান মহা সম্মেলনের উদ্বোধন করবেন বিশিষ্ট কবি হিমেন্দু দাস । মহা সম্মেলনে দেশ বিদেশের ২০ জন গুণীকে প্রদান করা হবে মায়ারানি দেবী আন্তর্জাতিক গোল্ড মেডেল এওয়ার্ড , ১০ জন গুণীকে প্রদান করা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক গোল্ড মেডেল,
৬০ জন গুণীকে বীর লাচিত বর ফুকন স্মৃতি স্মারক সম্মাননা প্রদান করা হবে এবং ১০০ জন অতিথিকে বরাক উপত্যকার ভাষা আন্দোলনের মহিলা শহীদ কমলা ভট্টাচার্য্য স্মৃতি স্মারক সম্মাননা প্রদান করা হবে। মহা সম্মেলনে বিহু নৃত্য সহ ভারত সঙ্গম নৃত্য পরিবেশন করবেন গুয়াহাটি ও শিলিগুড়ির শিল্পীরা । সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ, কলকাতা, শিলিগুড়ি ও আগরতলার সঙ্গীত শিল্পীরা। মহা সম্মেলনের উদ্বোধনী
অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের চেয়ারম্যান, কবি- সাহিত্যিক সাংবাদিক, মানবাধিকার কর্মী নীহার রঞ্জন দেবনাথ ।
বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দাস সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখবেন অনুষ্ঠানে। মহা সম্মেলনের উদ্দেশ্য তুলে ধরবেন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের আসাম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক স্বপ্না কলিতা । বরাক উপত্যকা সহ গোটা উত্তর - পূর্বাঞ্চলের সকল সচেতন নাগরিক, সাংবাদিক, মানবাধিকার কর্মীদের কাছে এই মহা সম্মেলন সফল করতে সর্বাঙ্গীণ সহযোগিতা কামনা করেছেন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন। ।
কোন মন্তব্য নেই