Header Ads

পানীয় জলের তীব্র অভাব মুর্শিদাবাদে

বৃষ্টিতে রাস্তায় জমেছে জল, পানীয় জলে হাহাকার

গরম শুরু হতেই পানীয় জলের সমস্যা শুরু হয় ধুলিয়ান  পুরসভা ২১টি ওয়ার্ডে। ধুলিয়ান পুরসভা তৃণমূলের দখলে। দাবি স্থানীয় বাসিন্দারা বারবার পুরসভাকে  জানালেও আজও জল সমস্যা সুরাহা হয়নি। 
  ধুলিয়ান পুরসভায় পরিস্রুত চন্দ্রপ্রাণী পানীয় জলের ব্যবস্থা হয় ২০১৭ সালে। সেই সময় থেকে এলাকায় সঠিক ভাবে জল সরবরাহ হলেও জলের সমস্যা সৃষ্টি হয় ২০১১ সাল থেকে। প্রথমে ১,   ১৭,   ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডে জল ঠিক মতো পৌঁছাতে পারত না। ২০২৪ সালে ধুলিয়ান পৌরসভা ২১টি ওয়ার্ডের জলের সমস্যা শুরু হয়। সারা দিন ২০ থেকে ৩০ মিনিট জল সরবরাহ করা হয় বলে দাবি এলাকাবাসীর। অপর দিকে কালবৈশাখী শুরু হতেই রাস্তার ওপরে জল জমতে শুরু করেছে। ধুলিয়ান পৌরসভায় ৩, ৮, ১১, ১২, ১৩, ১৪, নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় নিকাশি নালা উপচে রাস্তায় জল জমে গিয়েছে। তাই এক দিকে পানীয় জলের যেমন তীব্র অভাব তেমনই অপর দিকে বৃষ্টির জলে নাজেহাল মানুষ।৯১৯ কোম্পানী আধা সামরিক বাহিনী মোতায়েন সত্বেও খুন  জখম অব্যাহত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.