Header Ads

কম বয়সে বাড়ছে কিডনি স্টোন?

কম বয়সে বাড়ছে কিডনি স্টোন?

ইদানীং টিনএজারদের মধ্য কিডনি স্টোনের সমস্যা বাড়ছে। আজ থেকে ২৫ থেকে ৩০ বছর আগেও হয়তো টিনএজারদের মধ্য কিডনি স্টোন সচরাচর এত দেখা যেত না। কিন্তু এখন এই সমস্যা কেন বাড়ছে? কি ভাবে গড়াতেই এই সমস্যা রুখবেন সে বিষয়ে পরামর্শ দিলেন চিকিৎসকরা। 

 কেন হচ্ছে কিডনি স্টোন:
 নেফ্রোলজিস্ট ডা. ললিত অগরওয়ালের কোথায় এর অনেকটাই জেনেটিক। যখন জিন ডিফল্টিক হয় তখন তার কার্যকারিতা ও ঠিক থাকে না। তা থেকেই মূলত কিডনি স্টোন হওয়ার প্রবণতা থাকে। তবে তাকে মদত দেয় চারপাশের পরিস্থিতি অর্থাং সেই ব্যক্তির খাওয়াদাওয়া এখন। বেশর ভাগ টিনএজার নিয়মিত ফার্স্ট ফুড খায়। প্রত্যেকটি চিপস প্যাকেজড ফুড খাওয়ার অভ্যেসও বাড়ছে। অন্য দিকে ঠিক মতো জল খায় না তারা। আর ফাস্ট ফুড প্যাকেজন ফুড অত্যাধিক সোডিয়াম থাকে। ক্যালশিয়াম সোডিয়াম ফসফেট এগুলো শরীরে জমতে জমতে সেটিমেন্ট তৈরি করে। আর পর্যাপ্ত জল পান না করলে সেটা খুব তাড়াতাড়ি ক্রিস্টালাইজ হয়ে যায়। তৈরি হয় স্টোর। এই কারণেই টিনএজারদের মধ্যে কিডনি স্টোনের প্রবণতা বেশি দেখা যাচ্ছে।এই স্টোনের আকার বালির দানা থেকে বড় বলের মতোও হতে পারে। স্টোন ছোট হলে তা টয়লেটের মাধ্যমে বার করে দেওয়া সহজ হয়। কিন্তু এই পাথরের বড় হয়ে গেলে টয়লেটের ব্যধা তৈরি করে কিডনি কাজও ব্যথাপ্রাপ্ত হয়। তখন নানা রকম উপসর্গ দেখা দিতে শুরু করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.