Header Ads

চেরা পুঞ্জি জলে জিন

বৃষ্টির জলে জিন
 
চিরাপুঞ্জিতে  বৃষ্টির জল ব্যবহার করে তৈরি হচ্ছে পূর্ব ভারতের প্রথম ক্রাফ্ট জিন। মেঘালয়ে পরীক্ষামূলক উপাদানের পরে ডাচ সংস্থার সহযোগিতায় তৈরি চেরাপুঞ্জি ইস্টার্ন ক্রাফ্ট জিন বিক্রি হচ্ছে আসমে। বছরে চিরাপুঞ্জি মৌসিনরামে ২২.০০০ মিলিমিটার বৃষ্টি হয়। সংস্থায় প্রতিষ্ঠাতা-সিইও ময়ুখ  হাজরিকা বলেন সেই জল শোধন করে তার সঙ্গে ১২ ধরনের স্থানীয় ফল ও উদ্ভিদ মিশিয়ে এই মত তৈরি করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.