ইছমতির পর শিলংয়ে বাঙালি শ্রমিক খুন
নয়া ঠাহর , শিলং ইছামতি তে দুই বাঙালি শ্রমিক খুন হওয়ার পর আবার শিলং এর মলাই এলাকায় গত বুধ বার কয়েকজন দুষ্কৃতি কর্মরত তিনজন শ্রমিকের উপর আক্রমণ করে ।অর্জুন নামে এক শ্রমিক গুরুতর আহত হন পরে হাসপাতালে মারা যান। শিলচর এর দৈনিক বাংলা সাময়িক প্রসঙ্গ মর্মান্তিক খবর টি গুরুত্ত সহকারে প্রকাশ করেছে। ইছামাতি র বাঙালি শ্রমিক হত্যা কান্ডের ক্ষত এখনও শুকায় নি এর মধ্যে আবার হত্যা কান্ড । প্রসঙ্গত অর্জুন রায় ছিলেন শিলং এর বাসিন্দা ।








কোন মন্তব্য নেই