Header Ads

কিশোরী বয়সে পিরিয়ডসের সমস্যা সমাধান কোন পথে

কিশোরী বয়সে পিরিয়ডসের সমস্যা সমাধান কোন পথে

  কিশোরীদের মধ্যে অ্যানিমিয়ার ফলে ক্লান্তি দুর্বলতা পড়াশোনা ও  খেলাধুলোয় অনীহা মুড সুইংয়ের মতো উপসর্গ থাকতে পারে। ব্যাহত হতে পারে স্বাভাবিক জীবনযাত্রা। রক্তাল্লতার চিকিৎসা না হলে তা থেকে স্বাভাবিক বুদ্ধিতে বাধা মাথা ঘোরা হার্ট ফেল এমনকি অতিরিক্ত রক্রক্ষরণের জেরে মৃত্যুও হতে ‌পারে।

   চিকিৎসা কী
        মেনোরেজিয়ার কারণ নির্ধারণ করতে চিকিৎসক একাধিক পরীক্ষা করানোর পরামর্শ দিতে পারেন, যেমন রক্তপরীক্ষা বা‌ আল্ট্রাসাউন্ড।
  এই সব পরীক্ষায় কোনও কারণ না পাওয়া গেলে তখন চিকিৎসা শুরু হয় নন হরমোনাল ওষুধ দিয়ে। রক্তক্ষরণের তীব্রতা কমানো যেতে পারে নন‌ হরমোনাল ওষুধের মাধ্যমে। ওই ওষুধের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানাচ্ছেন অভিনিবেশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.