Header Ads

মুখ্ দেখালে সুরক্ষা পাবো?

মুখ দেখালে সুরক্ষা পাব? প্রশ্ন মেয়েদের

সন্দেশখালি: মুখ ঢেকে থাকে আতঙ্কে। অন্তত সন্দেশখালীর আন্দোলনকারী অনেক মহিলারই এমন দাবি। উত্তর ২৪ পরগনায় এই দ্বীপে গত বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন মহিলারা। তাঁদের অভিযোগ শেখ শাহজাহান ও তাঁর দুই সঙ্গী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার মিলে শুধু বেআইনি ভাবে জমি দখল করেননি। মহিলাদের উপরেও অত্যাচার চেয়েছিলেন। এই বিষয়ে এক মহিলা এর মধ্যেই আলাদাতে গোপন জবানবন্দি দিয়েছেন। যে ঘটনার পরে শিবু ও উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছে পুলিশ। যদিও তিনিমূলের একটা বড় অংশের দাবি ওই আন্দোলনকারীরা বহিরাগত । তাই তাঁরা মুখ ঢেকে রয়েছেন। সতী কি তাই? 
    আন্দোলনকারীরা বলছেন তাঁরা মুখ ঢেকে রয়েছেন আতঙ্কে। সন্দেশখালির দাসপাড়াযর এক আন্দোলনকারী মহিলা বলেন আমরা প্রথমে মুখ খুলেই সমানে এসেছিলাম। সেই সময় চিহ্নিত করে আমাদের এবং আমাদের স্বামীদের নামে মামলা করা হয়। তারপর থেকে ভয়েই মুখ ঢেকেছি। 
  তৃণমূল যদি আমাদের প্রাণের সুরক্ষা দিতে পারে যদি নিশ্চিত করে বলে মিথ্যা মামলায় জড়ানো হবে না তা হলে মুখ খুলেই সামনে আসব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.