ভারত রত্ন পাবেন লাল কৃষ্ণ আডবাণী
অমল গুপ্ত কলকাতা: ভারতের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী বিজেপি দলের প্রাক্তন সভা পতি লাল কৃষ্ণ আডবাণী কে ভারত রত্ন দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ex handel জানান এই পুরস্কার দেওয়ার কথা। এর আগে কেন্দ্র বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী karpuri ঠাকুর কে ও ভারত রত্ন দেওয়া হয়। বিজেপি আমলে আডবাণী বিশিষ্ট ব্যক্তি যার দৌলতে বিজেপি সরকার ক্ষমতায় আসে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হল। 75 বছরের বেশি বলে তাকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে রাখা হয়েছিল। রাম মন্দির আন্দোলনে প্রধান আডবাণী মন্দির উদ্বোধন এ ছিলেন না। আডবাণী বলেন তিনি জীবনে আদর্শ নীতি বজায় রেখে চলেছেন। মোদীর সব কাজকে সমর্থন করেননি। মোদী তাকে বয়স হয়েছে বলে এড়িয়ে চলেন। বিজেপি ক্ষমতায় আসার মূলে ছিলেন আডবাণী।








কোন মন্তব্য নেই