পশ্চিমবঙ্গ সরকারের বাজেট নির্বাচনের মুখে বেশ কিছু প্রকল্প ঘোষণা
অমল গুপ্ত কলকাতা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রী chandrima ভট্টাচার্য আজ বিধানসভায় তিন লাখ টাকার বেশি টাকার বাজেট পেশ করেন। তিনি
আজ 2024 সালের বাজেট পেশ করেন। সরকারি কর্মচারীদের 4 শতাংশ হিসাবে ডি এ ঘোষণা, কেন্দ্রের সঙ্গে ফারাক হবে 32 শতাংশ। , 21 লাখ জব বার্ড শ্রমিকদের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবসে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। বছরে 100 দিনের বদলে 50 দিনের কাজ দেওয়া হবে। নাম হবে কর্ম শ্রী। নতুন প্রকল্প। কেন্দ্রীয় সরকার বছরে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। লক্ষ্মী ভান্ডার টাকা 500 টাকা বেড়ে হবে 1000 টাকা। এই টাকা এপ্রিল মাস থেকে দেওয়া হবে। বাংলা তে বেকারত্ব র হার দেশের থেকে 3 শতাংশ কম বলে অর্থ মন্ত্রী দাবী করেন। গ্রিন পুলিশ, civik পুলিশ ভাটা বাড়লো মাসে আরো 1000 টাকা। বছরে দু মাস 5 জেলার মৎস্য জিবি দের মাসে 5000 টাকা করে অনুদান দেওয়া হবে। জন জাতি মহিলাদের ভাটা হাজার টাকা থেকে বাড়িয়ে 1200 হল। বছরে 5 লক্ষ চাকরির প্রতিশ্রুতি দেন। মমতা র এক কবিতা শুনিয়ে অর্থ মন্ত্রী তার বাজেট ভাষণ শেষ করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাজেট সমালোচনা করে বলেন যে সংখ্যা লঘু গোষ্ঠী তৃণমূল সরকার কে ক্ষমতায় এনেছে সেই গোষ্ঠীর জন্যে কোন সুবিধা দেওয়া হয়নি।








কোন মন্তব্য নেই