Header Ads

বাংলায় 40 শতাংশ দারিদ্র কমেছে, দেশে 35 শতাংশ কর্মসংস্থান কমেছে দাবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর

অমল গুপ্ত  আজ  কলকাতায়   মমতা  48 ঘণ্টার  অবস্থান  ধর্মঘট  শুরু  করেছেন। সেখানে  মমতা  বলেন CAG রিপোর্ট  মিথ্যা  ঘরে বসে  রিপোর্ট  লেখা হয়।   তিনি চিঠি  দিয়ে  জানিয়ে   দিয়েছেন  তাঁরা  সময়মতো   utilaijeeson  সার্টিফিকেট দাখিল  করেছি। বিজেপি  গরীবের  টাকা  লুট করে  বাংলার  প্রতি  বঞ্চনা করছে। 100 দিনের  কাজের  টাকা দেইনি  কেন্দ্র ।বাংলা  ভাষা কে  কেন্দ্র  স্বীকৃতি  দিল  না।  বাংলা  ভাষা  হাজার  বছরের  ভাষা  ।।বলেন  একমাত্র  তৃণমূল  কংগ্রেস  অন্যান্য  আঞ্চলিক  দলের  সাহায্য  নিয়ে  300 টি  আসন  দখল  করতে পারে।কংগ্রেস  40  টি আসন্  পাবে  না।  তিনি সম্ভবত  আনন্দবাজার  পত্রিকার  দিকে  আঙ্গুল  তুলে  বলেন  একমাত্র  কাগজ  তাদের  বিরুদ্ধে  লড়াই  করে  যাচ্ছে।ওই  কাগজ  সাংবাদিকদের   ছাঁটাই  করছে।    ওরা  যা বলে  পেপারে  তাই  ছাপা হয়।  তারা  সাংবাদিকদের       অনুদান  দেয় ।

দেশের  একমাত্র  আদিবাসী  মুখ্যমন্ত্রী     কে মিথ্যা  অভিযোগে  ছাঁটাই  করে দিল। বলেন  13 বছর  হল  এক পয়সাo তিনি  বেতন  নি না।  করোনা  প্রতিষেধক  নিয়ে  মিথ্যা   জাল ওষুধের  অভিযোগ  করেন।  অভিযোগ  করেন  ভোটের  পর  500 টাকা  করে গ্যাসের  দাম বাড়বে  বলেন  ভোটের। EVM  মেশিন  এ    গণ্ডগোল করে  ভোট  বিজেপি   জেতে।  

মমতা  বলেন  দুদিন  অবস্থান  ধর্মঘট  করার  পর   একদিন  দিল্লী  যাবো।  8 তারিখে  বাজেট।আজকের  বৈঠকে  অভিষেক  বন্দ্যোপাধ্যায়  উপস্থিত  ছিলেন  না।  আগামী  13  ফেব্রুয়ারি  পর্যন্ত   রেড রোডে  ধরনা  চলবে। মমতা  বলেন  তাদের  অনুমতি  না নিয়ে  রাহুল  ন্যায়  যাত্রা  শুরু করেছে।  ন্যায়  যাত্রা নয় ।











কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.