Header Ads

কলকাতা দেশের মধ্যে সবচেয়ে নোংরা শহরে তালিকায় প্রথমেই

কলকাতা দেশের মধ্যে সব থেকে নোংরা শহর  

 

দেশের সবচেয়ে নোংরা দশটি শহর পশ্চিমবঙ্গে। তার মধ্যে রয়েছে কলকাতাও। নোংরাতম শহরে হল হাওয়া। কেন্দ্রীয় রিপোর্টে এই তথ্যই সামনে এসেছে। 
 আজ কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক ১০২৩-এর স্বচ্ছ সর্বেক্ষণ এর রিপোর্ট প্রকাশ করেছে। প্রকাশ্যে শৌচ  বন্ধ করা বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ প্লাস্টিক বর্জ্যের মোকাবেলা বিশেষ ভাবে সক্ষমদের জন্য শৌচাগারের মতো ৪৬ টি মাপকাঠিতে দেশের পুরসভাচালিত শহরগুলির বিচার করা হয়েছে। পরিচ্ছন্নতা মাপকাঠিতে শহরগুলির মধ্যে ইন্দোর এ বারও প্রথম। তার সঙ্গে যৌথ ভাবে প্রথম স্থানে সুরাত। পশ্চিমবঙ্গে। তার মধ্যে রয়েছে কলকাতাও। নোংরাতম শহরে হল হাওড়া। কেন্দ্রীয় রিপোর্টে এই তথ্যই সামনে এসেছে। 
 আজ কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক ১০২৩-এর স্বচ্ছ সর্বেক্ষণ এর রিপোর্ট প্রকাশ করেছে। প্রকাশ্যে শৌচ  বন্ধ করা বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ প্লাস্টিক বর্জ্যের মোকাবেলা বিশেষ ভাবে সক্ষমদের জন্য শৌচাগারের মতো ৪৬ টি মাপকাঠিতে দেশের পুরসভাচালিত শহরগুলির বিচার করা হয়েছে। পরিচ্ছন্নতা মাপকাঠিতে শহরগুলির মধ্যে ইন্দোর এ বারও প্রথম। তার সঙ্গে যৌথ ভাবে প্রথম স্থানে সুরাত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.