Header Ads

22 জানুয়ারী অযোধ্যা তে রামের মূর্তি বসবে,বঙ্গে সংহতি দিবস পালিত হবে

নয়া ঠাহর। কলকাতা:22 জানুয়ারি. অযোধ্যা  তে  রাম মূর্তি  বসবে।  ওইদিন  কলকাতা  ও সব ব্লকে  সংহতি  দিবস  উদযাপন  করা হবে।  ওইদিন  আবার  রাজ্যের  কল্যাণে  কালীঘাট  a বিশেষ  কালীপুজোর  ব্যবস্থা  করা  হবে  বলে  মুখ্যমন্ত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায়ের  আজ জানান। অযোধ্যা  তে  22 জানুয়ারী  মমতা  বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ  রক্ষা  করে  সেখানে যাবেন না।  কংগ্রেস  দলের  কেউ  যাচ্ছে না।  




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.