Header Ads

মুর্শিদাবাদ জেলার রিলে খেলার জন্যে প্রাণ দিতে হল তিন যুবককে

রিলের নেশা ডেকে আনল সর্বনাশ মৃত ৩

মোবাইলে রিল তৈরি নেশাই ডেকে আনল সর্বনাশ। সেতুর উপর ট্রেনের সামনে লাইনে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন কিশোরের। আরও দুই কিশোর সে সময় পালাতে গিয়ে রেল লাইন থেকে পা হড়কে নীচে ভাগীরথীর জলে পড়ে যাওয়ায় প্রাণে বেঁচে যায়।
 ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মুর্শিদাবাদের সুতি থানার ফিডার ক্যানালের উপর আহিরণ রেল সেতুতে। ঘটনায় মৃত তিন জনেরই বাড়ি আরঙ্গাবাদের ইংলিশ সাহ্যপাড়ায়। নাম আমাউন শেখ রিয়াজ শেখ এবং সামিউল শেখ গুরুতর আহত তাদের দুই বন্ধু রহিত শেখ ও আকাশ শেখ। তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই অরঙ্গাবাদের একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির পড়ায়া। 
 মোবাইলে ভিডিয়ো ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার নেশা ক্রমশ বাড়ছে।
সম্প্রতি সেতুটি সংস্কার করা রং করার পর নিয়মিত বহু কিশোর কিশোরী ওই সেতুর উপর রিল তৈরির জন্য আসে। বুধবার দুপুরে অরঙ্গাবাদ থেকে ৫ বন্ধু মিলে মোটরবাইকে করে আসে আহিরণ রেল সেতুতে। ৩৪ নম্বর জাতীয় সড়কের দুটি সেতুর পাশ দিয়েই গিয়েছে রেল সেতুটি। রামপুরহাট- বর্ধমান রেল পথে কাজ চলায় এখন বেশির ভাগ ট্রেন যাতায়াত করছে আজিমগঞ্জের পথে আহিরণ হয়ে। যার ফলে ট্রেনের সংখ্যা বেড়েছে যাতায়াতেরও কোনও সময় নির্দিষ্ট নেই। সাধারণ সময়ে দুপুরে আহরণ  রেল সেতু দিয়ে ট্রেনের যাতায়াত নেই। সেই ভেবেই তারা রিল করার জন্য এই সময়টাকে বেছে নেয় বলে মনে মনে করা হচ্ছে।
 স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার বিকাল সাড়ে তিনটে নাগাদ আহিরণ রেল সেতুর উপরে দাঁড়িয়ে ওই কিশোরেরা মোবাইলে রিল তুলছিল সোশাল মিডিয়ার পোস্ট করার জন্য। ঠিক সেই সময়ে জঙ্গিপুর থেকে ফারাক্কাগামী একটি এক্সপ্রেস ট্রেন হঠাৎই চলে আসে ওই সেতুর উপরে। ট্রেনটি দ্রুত গতিতে সেতুর উপর চলে আসায় রেললাইনের উপর দাঁড়িয়ে থাকা কিশোরেরা সেতু থেকে সরে যাওয়ার সময় পায়নি। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে তাদের বাড়ি থেকে পরিবারের লোকজন ছুটে আসেন। এলাকার বাসিন্দা আলিম শেখ বলেন ওই সেতুতে। পুলিশের উচিত রেল সেতুর উপর এই প্রবণতা বন্ধে কড়া পদক্ষেপ করা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.