রাহুল গাঁধীর বিরুদ্ধে. -ফৌজদারি মামলা দায়ের করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
অমল গুপ্ত গুয়াহাটি: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন 3 হাজার সমর্থক আর 300 নিয়ে গুয়াহাটি অবরোধ করার অনুমতি দেওয়া হবে না। কংগ্রেস সমর্থকরা খানা পড়া তে পুলিশের বেড়া ভাঙ্গার জন্যে ন্যায় যাত্রার নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ। রাজ্যের পুলিশ প্রধান উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে। রাহুল গান্ধী বলেন ইচ্ছা থাকলেও অসম পুলিশ তার ন্যায় যাত্রা কে সমর্থন করতে পারছে না বলেন অসমের মুখ্যমন্ত্রী দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি geasth ।
কোন মন্তব্য নেই