Header Ads

রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় তৃণমূল- কংগ্রেস বিরোধ চলছেই - গাড়ির কাঁচ ভাঙা হল। অধীর তৃণমূলের দিকে আঙ্গুল তুললেন

অমল  গুপ্ত:কলকাতা: রাহুল  গান্ধীর  ন্যায়  যাত্রার  গাড়ি কাঁচ  ভাঙা কে   কেন্দ্র  করে  সংসদ  অধীর  চৌধুরী  বনাম  মুখ্যমন্ত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায়  বাক  বিতর্ক  শুরু  হয়েছে। মমতা  দাবী   বিহারে   নীতীশ  কুমার   সিপিআইএম  মিলে  কাঁচ    ভাঙে।  তাদের  ঘাড়ে দোষ  চাপানো  হচ্ছে।  বঙ্গ  100 দিনের  কাজ  দেইনি  বলে  অভিযোগ  করে  বলেন  তিনি 100 দিনের  বরাদ্দের  দাবিতে  2 ফেব্রুয়ারি  রেড রোডে  অবস্থান  ধর্মঘট  করবেন। আজ বিজেপি  সভা পতি  সুকান্ত  মজুমদার    cag রিপোর্ট  তুলে  ধরে অভিযোগ  করেন  3 হাজার  400 কোটি  টাকার  হিসাব   দেইনি  তৃণমূল  সরকার।    মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়  বলেন বাড়িতে  বসে CAG রিপোর্ট  তৈরী  করা যায়। তার  মুল্য নেই ।বিজেপি  সভা পতি  বলেন  তারাও  আন্দোলনে  নামবেন।  আজ মালদহ  মুর্শিদাবাদের  উপর  দিয়ে   ভারত  জড়ো ন্যায়  যাত্রা  হচ্ছে।  সেখানেই  রাহুলের গাড়িতে কাঁচ  ভাঙা হয় বলে সংবাদসুত্র দাবীকরেছে। মমতা  দাবী  করেন  কংগ্রেস  দলের  সঙ্গে  তৃণমূলের  সম্পর্ক  ভালো  ছিল  সিপিআইএম  সম্পর্ক নষ্ট  করে  দিয়েছে। 
। অধীর  চৌধুরী  বলেন  তৃণমূল  প্রতি পদে  রাহুল  কে অপমান  করছে। আঘাত  করছে। সেখানে   রাহুল বলেন  মহিলা দের  প্রতি  অন্যায় ,কৃষক  দের  প্রতি অন্যায় , দেশের   যুব  সম্প্রদায়ের  প্রতি    অন্যায়ের  প্রতিবাদে  মণিপুর  থেকে  মহারাষ্ট্র  পর্যন্ত  তাদের  ভারত জড়ো  ন্যায়  যাত্রা  চলছে। সেই  যাত্রায়  বাধা সৃষ্টি  করতে চাইছে  তৃণমূল  বলে  বহরমপুরের  সাংসদ  অধীর  চৌধুরী  অভিযোগ  করেন। কংগ্রেস  নেতা  জয় রাম রমেশ  বলেন  তৃণমূল  ও  কংগ্রেস  দলের   এক  লক্ষ  বিজেপি কে  পরাজয়। কিন্তু  মমতা  জানিয়ে দেন  তৃণমূল  একা  চলবে  বিজেপি কে একমাত্র পরাজয়  করতে  পারে। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.