Header Ads

অসমে লোকসভা নির্বাচনে কংগ্রেস 12 টি আসনে জয়লাভ করবে দাবী পীযূষ এর

লোকসভা নির্বাচনে আসামে বিজেপি দলে ১২টি আসুনে জয়লাভ করাটি নিশ্চিত:পীযুষ হাজারিকা।
সুনীল রায় ১লা ফেব্রুয়ারি:- নগাঁও জেলা বিজেপির কার্যনির্বাহক সভাতে অংশ গ্ৰহন করতে  এসে কংগ্রেস দলের বিরুদ্ধে সমালোচনার মুখর হয়ে পরে মন্ত্রী পীযুষ হাজারিকা। সংবাদ মাধ্যমের কাছে মন্ত্রী পীযুষ হাজারিকা বলেন যে আমি এক সময়ে কংগ্রেস দল শেষ‌ হয়ে যাবে বলে মন্তব্য করাতে তারা আমাকে গালি দিয়েছিল।এখোন কংগ্রেস দল ত্যাগ করে দলটির নেতা কর্মী সকলে বিজেপি দলে আসছে।এই গতি ধারা চলতে থাকবে। আগামী ৫ফেব্রুযারীতে কংগ্রেসের নেতা -কর্মীরা বিজেপি দলে যোগদানের সম্ভাবনা আছে।আন্যদিকে নগাঁও লোকসভা কেন্দ্রে হতে গৌরব গগৈযে কি কারনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছে বলে সাংবাদিকে করা এক প্রশ্নের উত্তরে মন্ত্রী পীযুষ হাজারিকা এই বিষয়ে কোনো ধারণা নাই বলে মন্তব্য করে বলেন যে নগাঁও লোকসভা কেন্দ্রটি বর্তমান সময় প্রর্য্যন্ত কংগ্রেস দলে‌ এগিয়ে আছে যদিও আমরা লোকসভা কেন্দ্র টিতে সর্বশক্তি রূপে নির্বাচনী যুদ্ধেঅবর্তীর্ণ হচ্ছি।তারা যদি এগিয়ে থাকলেও আমরা বসে থাকবনা বলে মন্ত্রী হাজারিকা মন্তব্য করে।আন্যদিকে আগন্তক লোকসভা নির্বাচনে আসামে বিজেপি দলে ১২টি আসুনে জয়লাভ করাটি নিশ্চিত বলে মন্ত্রী পীযুষ হাজারিকা মন্তব্য করে।আন্যদিকে কংগ্রেস দলে মহিলা অসুরক্ষিত বলে বিস্মিতা গগৈয়ে করা মন্তব্যের উত্তর প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার হতে চায়েছে মন্ত্রী পীযুষ হাজারিকায় । উল্লেখ্য যে আজ নগাঁও শহরের আমোলাপট্রি স্থিত নগাঁও নাট্য মন্দিরে ভারতীয় জনতা পার্টির নগাঁও জেলা সমিতির উপ সভাপতি সুভাষ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত নগাঁও জেলা বিজেপির কার্য্যনির্বাহক সভাতে মন্ত্রী পীযুষ হাজারিকা উপস্থিত থেকে গত ৯বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার টি করে আসা উন্নয়নের উপর আলোকপাত করে।সভাতে নগাঁও সদর বিধান সভা কেন্দ্রের বিধায়ক রূপক শর্মায় দলের সাংগঠনিক ভেটি শক্তিশালী করার উপরে গুরুত্ব আরোপ করে।সভাতে কমলপুর বিধান সভা কেন্দ্রের দিগন্ত কলিতা এবং নগাঁও জেলার প্রভারী দেবজিত বরাও উপস্থিত থাকে।আন্যদিকে মন্ত্রী পীযুষ হাজারিকায় আজ নগাঁও শহরের মরিকলং স্থিতজেলা বিজেপির কার্যালয়ে স্থাপন করা নগাঁও লোকসভার মূখ্য নির্বাচনী কার্য্যালয়টি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে।নির্বাচনী কার্য্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বিধায়ক রূপক শর্মা এবং বিধায়ক দিগন্ত কলিতার সাথে জেলা বিজেপির বিষযবর্ঘরা এবং কার্যকর্তাসকল উপস্থিত থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.