মুর্শিদাবাদ জেলায় মাটি কাটার অভিযোগ
মুর্শিদাবাদ জেলায় বেআইনি মাটি কাটার অভিযোগ
সরকারি অনুমতি ছাড়াই চুরি করে বেআইনি ভাবে মাটি কাটার অভিযোগ উঠল ফরাক্কার তৃণমূল নেতা ডালিম মিয়ার বিরুদ্ধে। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় তিনটি মাটি বোঝাই ট্রাক্টর ও একটি মাটি কাটার জেসিবি আটক করেছে। গ্ৰেফতার করা হয়েছে ৪ জনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ফরাক্কার নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ডালিমের নাম পায় পুলিশ। ডালিম গত পঞ্চায়েতে ফরাক্কা পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে মাটি চুরি ও বেআইনি মাটি কাটার সুয়োমটো অভিযোগ দায়ের করেছে পুলিশ। ডালিম পলাতক। ফরাক্কার তৃণমূল ব্লক সভাপতি বলেন এ ব্যাপারে আমি অভিযুক্ত সদস্যের সঙ্গে কথা বলে ঘটনা জানতে চেয়েছিলাম। তিনি দলের কাছে জানিয়েছেন এই জমির মালিক তিনি নিজেই। সেখানে পুকুর বানাতেই মাটি কাটছেন তিনি। সেই মাটি তিনি বিভিন্ন জায়গায় পাঠাচ্ছন। পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছে। এ বার তদন্ত করে পুলিশ যা করার করবে। দল এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না।
পুলিশের অবশ্য দাবি নিজের জমিতেও এ ভাবে অনুমতি ছাড়া মাটি কাটা যায় না। কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে। নিদির্ষ্ট আইনেই ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তল্লাশি চলছে।
কোন মন্তব্য নেই