পৌষ মাসের শিশির স্নাত ধান গাছ টুপ টুপ রাতভর ভিজে মাঠে নানা রঙের পাখিদের সবুজ ডানার ডাক
অমল গুপ্ত কান্দি : কান্দি শহরের সান্নিধ্যে একর একর সবুজের রাজ্যে শুধুই ফাঁকা উর্বর জমি, আর জমি Hijol বিল, সবুজে মাখা জলাশয় আর কাদা মাটি সর্ষে র হলুদ রঙের মুকুট ' এ নানা প্রজাতির পাখি বক বুনো হাঁস । kuyo', দ্বারকা babla নদীর চর নতুন তিনটি সেতু কান্দি র মাথার পালকে নতুন সংযোজন। আবার রেল লাইনের মিথ্যা আশ্বাস। কান্দি থেকে মাত্র 12-15 কিলোমিটার রেল বসলে কান্দি র মানুষের স্বপ্ন পূরণ হবে। কিন্তু নোংরা রাজনীতির ফাঁস ছাড়া সোজা কথা নয়। কান্দি থেকে দীপঙ্কর এর toto তে ঘন্টা দুয়েক লাগলো অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সবুজ আর নানা বর্ণের পাখি দেখে মন ভোরে যাবে। কান্দি শহরের এত কাছে এত সবুজের সমারোহ এত হলুদ এত মাটির গন্ধ বুকে একাকীত্ব । তা উপভোগ করার মানুষ নেই ।সবুজের এক পর্যটন ক্ষেত্র হয়ে হয়ে উঠতে পারে। কিছু দূরে সবুজের উপরে ঝিম ঝিম করতে করতে ট্রেন ছুটে গেলো chouri gacha রেলsation এর শব্দ গঙ্গা কে ছুঁয়ে গেলো দেখলাম নৌকায় মানুষের নদী পারাপার চলেছে। satui ছোট্ট জনপদ মানুষের bikikini কোলাহল চুপ হয়ে গেল সবুজের সমারোহ এ আমরা মিশে গেলাম পাখিদের কোলাহল ও নিস্তব্ধ আকাশের আলো কমে এল। বাসায় ফেরার ডাক। পিছু টান থেকে তো মুক্ত হতে পারিনি। এই সবুজ শুরু র মুখে মা. Sitola গাছ টি choukidarer এক পায়ে দাঁড়িয়ে রক্ষা করছে সবাইকে।
কোন মন্তব্য নেই