Header Ads

কান্দি র বিশিষ্ট আইন জিবি অরুণ মিশ্রের পত্নী প্রয়াত

অমল গুপ্ত  কান্দি   জেল রোড::কান্দি  তথা  মুর্শিদাবাদ  জেলার  বিশিষ্ট  আইন জিবি  অরুণ মিশ্র র  পত্নী  koustari  মিশ্র   বহু দিন  রোগে ভোগের  পর গতকাল  মারা  গেলেন।  মৃত্যু  কালে  বয়স হয়েছিলো  63 বছর  একমাত্র পুত্র পার্থ। সহ  বহু   গুণ  মুগ্ধ  দের  রেখে গেছেন।  মৃত্যুর  পর কান্দি  জেল  রোডে  শোকের  ছায়া ,   নেমে আসে  
উপচে  পড়ে  ভিড়
  23 ডিসেম্বর  রাত  11-30 নাগাদ  কান্দি সিভিল  হাসপাতালে  শেষ নিঃশ্বাস  ত্যাগ  করে  ন ।মৃত্যুর খবর  পেয়েই  বিধায়ক  অপূর্ব  সরকার , কান্দি পৌর সভা পতি  জয়দেব   ghotok  সহ  বহু বিশিষ্ট  ব্যাক্তি   উপস্থিত  থেকে  শোক  প্রকাশ  করেন।   অরুণ  মিশ্রের  জনপ্রিয়তা র জন্যে  তার   গুণ মুগ্ধ  র  সংখ্যা বহু বেশি।  অরুণ মিশ্র   DHONAI  বলে বেশি  পরিচিত। তার  পত্নী  র  মৃত্যু  স্বাভাবিকভাবেই  বেশি নাড়া  দিয়েছে   সবাইকে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.