আজাদ হিন্দ সরকারের অবদান জানতে চেয়ে দিল্লী হাইকোর্টের নোটিশ কেন্দ্রকে
অমল গুপ্ত' কলকাতা : সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইন জিবি নেতাজী প্রেমিক জয়দীপ মুখার্জি র সুপ্রিম কোর্টে আবেদনের প্রেক্ষিতে সুপ্রীম কোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ' প্রতিরক্ষা , বৈদেশিক মন্ত্রক কে নোটিশ দিয়ে ছে।আজাদ হিন্দ সরকারের অবদান সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে। জয়দীপ মুখার্জি বলেন আজাদ হিন্দ বাহিনীর নানা ইতিহাস ঘেঁটে ইতিহাসবিদ pratul Gupta আজাদ হিন্দ বাহিনীর নানা গোপন নথিপত্র জোগাড় করেছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেই সব গোপন ফাইল প্রকাশ করতে দেন নি। আজ 75 বছর সেই সব গোপন ফাইল প্রকাশ করার দাবী জানিয়েছেন নেতাজী গবেষক জয়দীপ মুখার্জি।
কোন মন্তব্য নেই