Header Ads

অসমে বাঙালি দের জমি সম্পত্তি বাজেয়াপ্ত করবে ট্রাইবুনাল? আতঙ্কিত বাঙালি রা

 নয়া ঠাহর  ;অসম রাজ্যের ট্রাইবুনাল কর্তৃক ঘোষিত বিদেশীদের জমি সম্পত্তি বাজেয়াপ্ত করার ও তাদেরকে ওয়াক পারমিট দেওয়ার হাইকোর্টের নির্দেশে অসমে বসবাসকারী বাঙালিরা আতঙ্কিত। ঘোষিত বিদেশীদের বাংলাদেশ সরকার ফেরত নিতে রাজি নয় বা দুই দেশের মধ্যে এমন কোন চুক্তি নেই তাই হাইকোর্ট এই রায় দিয়েছে। এই রায়দানের পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ লোকের মানব অধিকার লঙিত হবে বলে মনে করে আমরা বাঙালি অসম রাজ্য কমিটি। 
শুক্রবার দলের তরফে সাংবাদিকদের জানানো হয় , দেশভাগ তথা বাংলা ভাগের সময় জাতীয় নেতা দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু, বল্লভ ভাই প্যাটেল, মহাত্মা গান্ধী ছিন্নমূল বাঙালিদের নাগরিকত্ব ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন । কিন্তু সেই প্রতিশ্রুতি মতে দেশের সরকার বা জাতীয় দল বা জাতীয় স্তরের নেতারা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আইন সংগত যা করা প্রয়োজন তা কিছুই করা হচ্ছে না বলে আভিযোগ করেন আমরা বাঙালির অসম রাজ‍্য সচিব সাধন পুরকায়স্থ। এ ব্যাপারে আমরা বাঙালি দল সকল রাজনৈতিক নেতাদের ও সরকারের নেতিবাচক ভূমিকার সমালোচনা করেন। 
যারা ট্রাইবুনোলের রায়ের কুপে পড়েছেন তারা কেউই দেশভাগের জন্য দায়ী নয় বা দেশভাগ চায়নি ,বরং ওদের পূর্বপুরুষ অখন্ড ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন। তিনি আরও জানান, অবিভক্ত বাংলার লোকদের ত্যাগ যারা অস্বীকার করছেন তাদের ইতিহাস কখনো ক্ষমা করবে না এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আমরা বাঙালি দলের তরফ থেকে আহ্বান জানানো হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের কাছা ড় জেলা কমিটির সচিব সমর পাল ,রাজ্য কমিটির সদস্য রাজেশ ভট্টাচার্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.