জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ সাংবিধানিক ভাবে বৈধ জানাল সুপ্রিম কোর্ট
অমল গুপ্ত , কলকাতা: জম্মু কাশ্মীর সংরক্ষণ বিল, সুপ্রিম ৩৭০ ধারা সুপ্রিম কোর্ট সমর্থন করে। কাশ্মীরে সম্পূর্ন রাজ্যের মর্যাদা পাবে ২০২৪সালের মধ্যেই বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।লাদাখ কেন্দ্র শাসিত রাজ্য হিসেবে থাকবে। জম্মু কাশ্মীর ভারতের অঙ্গ রাজ্য হিন্দু রাজা হরি সিং কয়েকশো বছর আগে জম্বু কাশ্মীর সঙ্গে এক চুক্তি করেছিলেন।এই রাজার অধীনে ছিল কাশ্মীর ।কাশ্মীর হিন্দু রাজ্য ছিল কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরু রাজনৈতিক মুনাফা লাভের লক্ষ্যে কাশ্মীর কে ভাগ করেন শেখ আবদুল্লাহ হাতে তুলে দেন। নেহরু পরিবার হিন্দু রাষ্ট্র কে মুসলিম রাষ্ট্রে পরিণত করেছে।ইতিহাস সেই কথা বলছে। মোদী সরকারের ৩৭০ ধারা বিলো করা সাহসী সিদ্ধান্ত কাশ্মীর আগের স্থিতি ফিরে পেল কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের হত্যায় হাত রাঙানো পাক জঙ্গিদের এবার কঠোর সাজা হবে। ২০১৯ সালের ৫আগস্ট সংসদে ৩৭০ বিলোপের সিধান্ত হয়েছিল।এই সিদ্ধান্ত দাবি করা হয়েছিল জম্মু কাশ্মীর লাদাখের সার্বিক উন্নতি সাধিত হবে।








কোন মন্তব্য নেই