রামমন্দির উন্মোচন হচ্ছে ২২জানুয়ারি ,রাম মুর্তি গড়েছেন এক সংখ্যা লঘু শিল্পী জামালউদ্দিন প্রধানমন্ত্রী গীতা পাঠ করবেন
অমল গুপ্ত ,বহরমপুর বহু বিতর্কিত রাম মন্দির শুভ সূচনা হবে আগামী ২২জানুয়ারি।এই মন্দিরের রাম মুর্তি গড়েছেন পশ্চিমবঙ্গে সংখ্যা লঘু জন গোষ্ঠীর জামাল উদ্দিন, তিনি পেশায় শিল্পী। এই মন্দিরের পূজারী হবেন উচ্চ শিক্ষিত ডক্টরেট মোহিত পাণ্ডে তিনি সিতাপুরের বাসিন্দা উত্তর প্রদেশ এর যুবক বলে জানা গেছে তিনি ৩০০০ যুবককে হারিয়ে । যোগ্যতা অর্জন করেছেন।jপাথর খোদাই করে ১৭ফুট উচ্চতা বিশিষ্ট মন্দির গড়ছেন বঙ্গের শিল্পী জামাল লাল উদ্দিন।। ছেলে বিস্টু সহযোগিতা করছেন।এই মন্দিরের পাথরের কাজ করছেন দক্ষিণ অসমের গ্রামের এক শিল্পী। কয়েকবছর থেকে পাথর কেটে নানা মুর্তি গড়ছেন বলে জানা গেছে। সারা দেশ উত্তাল এই মন্দির গড়া কে কেন্দ্র করে। এই মন্দির উন্মোচনের আগে কলকাতায় ২৪ডিসেম্বর ব্রিগেডে ময়দানে লাখ ভক্তের সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দুদের পবিত্র গ্রন্থ গীতা পাঠ করবেন। পুরী থেকে জগন্নাথ দেবের পতাকা এনে উত্তোলন করা হয়েছে। গঙ্গার মাটি সব নদীর সব রাজ্যের মাটি এক করে পবিত্র মঞ্চ গড়া হয়েছে। গীতা পাঠ সংকীর্তন এ মুখর উটবে কলকাতার ব্রিগেড ময়দান।








কোন মন্তব্য নেই