সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল চলে গেলেন ৭৮, বছর বয়সে
নয়া ঠাহর কলকাতা। :দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল চলে গেলেন। পশ্চিম বঙ্গের বাঙালি শিল্পী অনুপ ঘোষাল ৭৮বছর বয়সে অসুস্থ অবস্থায় মারা যান। সত্যজিত রায় এর হীরক রাজার দেশে , গুপি গায়েন বাঘা গায়েন ,গান গেয়ে বিখ্যাত হয়েছেন। বঙ্গ সরকার বহু পুরষ্কার দিয়েছে।তিনি উত্তর পাড়া থেকে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন। বাঙালি র হৃদয় জয় করা শিল্পী ছিলেন অনুপ ঘোষাল।








কোন মন্তব্য নেই