রবীন্দ্র নাথ, হিমালয় সদৃশ উজ্জ্বল ব্যাক্তি ত্ব কে উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে দিয়েছে কিঞ্চিৎ
অমল গুপ্ত গুয়াহাটি,কোলকাতা:অসম্ভব কে সম্ভব করেছেন। মানিক লাল ভৌমিক নিম্ন অসমের এক প্রান্তিক প্রদেশে বাস করে বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখছেন। রবীন্দ্র নাথের মত বিশ্ব কবিকে জাত, পাত, ধর্ম ভাষা নির্বিশষে সবার মাঝে পরিচয় করিয়ে দিয়ে মানিক লাল ভৌমিক যে দুরুহ কাজ করলেন।। উত্তর পূর্বাঞ্চলে নাজির বিহীন কাজ। আমরা তো ভাবতে পারিনা।বাংলা ভাষার কবি কে অসমীয়া ,বড়ো,নেপালি সহ নানা আঞ্চলিক ভাষায় লেখা সাহিত্যিক দের রবীন্দ্রনাথ নিয়ে লেখার সুযোগ করে দিয়ে জাত পাতের সব সীমা ভেঙে দিয়েছেন কিঞ্চিৎ এর কর্নধার।অসম সরকারের পক্ষে
কোন পুরস্কার পাওয়ার একশো শতাংশ যোগ্যতা ছিল বা আছে। কিন্তু পায়নি। বিশ্ব কবি শুধু বাংলার নন সারা উত্তর পূর্বাঞ্চলের ও। অসমের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়েছেন , ত্রিপুরা শিলং এ বসে বিখ্যাত সব সাহিত্য রচনা করেছেন। রবীন্দ্র নাথ কে সীমার মাঝে আটকানো যাবে না।কোন ভাষার মধ্যেও নয়। তাই স্বাভাবিকভাবেই কিঞ্চিৎ তাদের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেছে কিঞ্চিৎ এর কোনো ভাষা নেই।কিঞ্চিৎ বিশ্বের সকল জাতি সম্প্রদায় জনগোষ্ঠীর ভাষা কে নিজেদের মাতৃ ভাষা বলে গণ্য করে। এই ধরনের উদারতা সাহস দেখিয়েছে কিঞ্চিৎ। কবিগুরুর প্রতি প্রণাম জানিয়ে কিঞ্চিত এর মহৎ প্রয়াস কে সাধুবাদ না জানিয়ে থাকা যাবে না। উত্তর পূর্বাঞ্চলে মানিক লাল ভৌমিক নিজেই নিজের তুলনা ।রবীন্দ্রনাথ কে নিয়ে এত বড় মহান যজ্ঞ কে সম্মান জানাতেই হবে। ৪০ বছর সাংবাদিক জীবনে এত বড় রবীন্দ্র পুজোর আয়োজন নাজির বিহীন মহৎ প্রয়াস দেখিনি। কিঞ্চিৎ কে পাশে নিয়ে মানিক লাল ভৌমিক যে স্বপ্ন দেখছেন সফল হবেই হবে শুভেচ্ছা থাকলো।
।








কোন মন্তব্য নেই