লোকসভা থেকে মহুয়া মৈত্র এর পদ খারিজ , বিরোধী ইন্ডিয়া জোট তার পাশে বিক্ষোভ
নয়া ঠাহর ,কোলকাতা টাকা নিয়ে প্রশ্ন করেছেন এই অভিযোগে কৃষ্ণনগর এর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কে লোকসভা পদ থেকে খারিজ করে। এথিক্স কমিটির রিপোর্ট সুপারিশ অনুযায়ী তাকে বহিষ্কার করার প্রতিবাদে বিরোধীরা লোকসভা থেকে ওয়াক আউট করে গান্ধীর প্রতি মূর্তির পাশে গিয়ে প্রতিবাদে ফেটে পড়েন। সোনিয়া গান্ধী থেকে শুরু করে ইন্ডিয়া সব সদস্য প্রতিবাদ।করেন। কংগ্রেস দলের বিরোধী নেতা অধীর চৌধুরী অভিযোগ করেন 495পাতা অভিযোগ করে এত জলদি কি করে সিদ্ধান্ত নেওয়া হয়।মহুয়া কে আত্ম পক্ষে সুযোগ দেওয়া হয়নি । অধীর বলেন তৃণমূল কংগ্রেস দাবি করলেও মহুয়া কে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। অধীর বলেন মহুয়াকে ফাঁসি দেওয়া হল। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিন্দা করে বলেন লোকসভা এক নারীর বিরুদ্ধে অভিযোগ করেন। সুবিচার পেলো না গনতন্ত্রের লজ্জা।। অভিযুক্ত মহুয়া বলেন আদানি কে বাঁচাতে তাকে বহিষ্কার করা হল। মহুয়া অভিযোগ করেন এবার সি বি আই তার বাড়িতে যাবেই।তৃণমূল বিরোধী নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বার বার মহুয়াকে বলার সুযোগ দেবার দাবি জানান ।অধ্যক্ষ। আরজি খারিজ করে দেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আত্মপক্ষ সমর্থন না করতে দিয়ে অবিচার করলো মহুয়ার প্রতি। মহুয়া বলেন বিজেপির শেষের শুরু।আদানি গোষ্ঠীর 4o হাজার কোটি টাকার দুর্নীতির সিবিআই তদন্ত করে না। তিনি বলেন বিপুল জনসংখ্যা থাকতে মুসলিম সাংসদ মাত্র একজন।








কোন মন্তব্য নেই