চারের মধ্যে তিন রাজ্যে বিজেপি, ২০২৪ সালে আবার বিজেপি কেন্দ্র আসবে?
অমল গুপ্ত ,গুয়াহাটি ,কলকাতা: ছত্রিশ গড় ,রাজস্থান তেলেঙ্গানা মধ্য প্রদেশ রাজ্যে বিধানসভা নির্বাচন মোদীর ঝড় তিন রাজ্যে বিজেপি। জয়ী। মধ্যপ্রদেশ রাজস্থানে, ছত্তিশগড়ে বিজেপি জয়ী। তেলেঙ্গানা তে বি আর এস আঞ্চলিক দলের জয়। কংগ্রেস পেয়েছে ৬৪ । মধ্য প্রদেশ ১৬০ বিজেপি কংগ্রেস ৬৮ রাজস্থানে১১৪ কংগ্রেস ৭০ ছত্রিশ গড়ে ৫৪ বিজেপি কংগ্রেস ৩৩ জয়। আগামী লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনালে বিজেপি ঝড় বিজেপি এগিয়ে থাকল। হিন্দি বলয়ে বিজেপি জয় জয়কার।আগামী দিনে তৃণমূল কংগ্রেস ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ভাল ফল করতে পারবে কি? সেই প্রশ্ন উঠে এল। বিজেপি শাসিত রাজ্যে অসমে বিজেপি মহলে উল্লাসে র বন্যা অপরদিকে কোলকাতা তে তৃণমূল শিবিরে শোকের বাতাবরণ। আগামী ৬ডিসেম্বর রোধী জোট ইন্ডিয়া জরুরি বৈঠক ডাক দিয়েছে। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপস্থিত থাকবেন। তেলেঙ্গানা তে কংগ্রেস দল সরকার গড়বে।
কোন মন্তব্য নেই