Header Ads

আলফা র সঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং আলফার প্রতিনিধি দের সঙ্গে সমঝোতা চুক্তি সম্পাদিত

অমল  গুপ্ত ,কলকাতা :অসমে  রক্তপাত  ঘটিয়ে    বহু  নিরীহ  মানুষকে  হত্যা  করার  পর  আলফা  শেষ  পর্যন্ত     শান্তির  পথে  ফিরল , সেই  শান্তি   স্থায়ী  হবে  তো  ?  অসমের  জলবায়ু  মাটি  তে  মানুষ,  অসমের  সার্বিক  উন্নয়নে  সামিল হয়ে  60,65,70 বা আজীবন  কাটিয়ে  দেওয়া   বাঙালি  হিন্দুদের  ভাগ্যে  কি দাঁড়াবে?এন  আর সি  তালিকা  থেকে  ছাঁটাই  হওয়া   14,15 লাখ  বাঙালি  হিন্দুদের  মতো  অনিশ্চিত  নাগরিকত্ব  বা  দেশ হীন  নাগরিক এর   তালিকা আরও    বেড়ে  যাবে  না  তো?  বাঙালি র দুর্দশা  আরও  বেড়ে  যাবে  না তো? বর্তমান  মুখ্যমন্ত্রী   হেমন্ত বিশ্ব শর্মা  নিজেই    স্বীকার  করেছেন তিনি  10,12  bar  আলফার   প্রধান  পরেশ baruar  সঙ্গে  কথা বলেছেন। প্রযোজন পড়লেই  তিনি ফিরে আসবেন   বৈঠকে  বসবেন। পরেশ  না  এলেও তাই  ধরে নিতেই হবে  এই ত্রিপাক্ষিক বৈঠকের  ব্যবস্থা  তিনিই  করেছেন তারঅবদান ache।। বড়ো  চুক্তির  মধ্যেও  হেমন্ত র  এক  ভূমিকা  ছিল ।আজ  বড়ো ভূমিতে  সংখ্যা ধিক  বাঙালি  হিন্দু মুসলিম    নিজেদের  অধিকার  সংকুচিত  হয়েছে।12,14 লাখ  বড়ো জনগোষ্ঠির  মানুষের   মধ্যে  এক শতাংশ  মানুষকে ও  জমির  ও ভোট দেওয়ার  মতো  রাজনীতিক  অধিকার  দেওয়া  হয়েছে। বিশেষ  করে  স্থানীয়  মুসলিম  রা আজ রাজনৈতিক  সব অধিকার  থেকে  বঞ্চিত. রাজ্যে এককোটির বেশি মুসলিমদের বাস। ।আজ অসমে  75,80 লাখ  বাঙালি  হিন্দুর  বাস  তাদের  রাজনৈতিক  অধিকার  নিয়ে  বিজেপি  মুখ্যমন্ত্রী  চিন্তা  করেছেন  কি?   অসমের   কলঙ্ক      Ditenson ক্যাম্প    গুঁড়ো  করে দেবার  প্রতিশ্রুতি  দিয়ে  গেছেন স্বয়ং  প্রধানমন্ত্রী।  তার কি হল? সেই আঁধার   ক্যাম্প  এ সেই   হিন্দু  মুসলিম বাঙালি রা   তো  আজও  দিন  কাটাচ্ছেন।   তাদের  খোলা  আকাশের  নিচে  যেতে দেওয়া  হবে  কি? আদালতের  লাল ফিতা  র  বাঁধে  আটকা পড়ে  আছে   লাখ লাখ  বাঙালি ।  তাদের  উদ্ধার  করবে কে? বাংলাদেশ  এর  সঙ্গে  সম্প্রীতি রক্ষা  করা  আলফা    হাসিনা  সরকার    ক্ষমতায়  এলে  আবার  সুযোগ  সুবিধা  পাবে  বলে  রাজনৈতিক   সূত্রের  দাবি।   আবার  হাসিনা  সরকার  ক্ষমতায়   আসবে। তখন  অসমের  বাঙালি  হিন্দুদের  কি করুন  অবস্থা  হবে   হিন্দু তত্ত্বের  দল বিজেপি  একবারও  চিন্তা  করছে কি? সবাই জানে  আলফার   একাংশের  ভাত  ঘর  বাংলাদেশ ।এই চুক্তির  মূল কথা  আলফার  কমান্ডার  ইন চিফ  পরেশ  barua কে সামিল  করা  গেল না।  তাই শেষ পর্যন্ত  এই চুক্তির  সফলতা  নিয়ে  প্রশ্ন  থেকেই  যাচ্ছে। এই চুক্তিতে আলফা  96 টি আসনে আলফা  ভূমি পুত্র দের প্রাধান্য  দেবার  অধিকার  চেয়েছে রাজ্যের 126 টি  আসনে । ব্রহ্মপুত্র  উপত্যকা  র  কম করে  25 টি আসনে    বাঙালি হিন্দু  ভোট  ফল  নির্ণয়  করে।  ভূমি পুত্র  সংজ্ঞা নির্ণয় হয় নি আজও । তাদের  ভোটাধিকার  থাকবে তো? বরাক এর   44 লাখ বাঙালি  হিন্দু মুসলিমের  কপালে  কি আছে। পৃথক  রাজ্যের  দাবি  করেছে  বি ডি এফ।    এবার  বাংলাদেশে  শেখ  হাসিনার  জয়  পরাজয়ের  সঙ্গে  বরাক এর  মুসলিমদের  অবস্থানে  পরিবর্তন  হবে?    পরেশ   তাদের     স্বাধীন  অসমের  দাবী   ছাড়ে  নি। চুক্তিতে  এলেও  না। রাজ্যে   অশান্তি  চলতেই  থাকবে।  আলফার  আলোচনা  বিরোধী বাকি  সদস্যদের  ভূমিকা  কি  হবে? প্রশ্ন  থেকেই  গেল। মুখ্যমন্ত্রী  বলেছেন  এই চুক্তিতে  অসম দের লাখ কোটি  উন্নয়ন প্যাকেজ  পাবে  সার্বিক উন্নতি হবে।  দাবী  করেন  চুক্তি  সফল  হয়েছে। 


( Portal  technical ত্রুটি  থাকায়  বাংলা বানানে  কিছু    ভুল  হয়েছে  বলে ক্ষমা  চাইছি)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.