Header Ads

মৌমিতা দাসের খেলোয়াড় জীবনে সাংবাদিকতা সূচনা

*খো খো খেলার প্রতিযোগিতা* 

 নয়া ঠাহর , সংবাদদাতা,কান্দি
  কান্দি  R.B.C কলেজে 3st ছাত্রী মৌমিতা দাস খো খো খেলোয়াড় হিসাবে অংশগ্রহণ করেছেন। গতকাল ১৭ ডিসেম্বর ১২ জন খেলোয়াড়  খেলতে
 রামনগর গিয়েছিলেন সেখানে  নরেন্দ্রনাথ পাঠ্যচক্র খো খো খেলায় জয়লাভ করে। তিনি আগামীদিনে আরো বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে আশা।করেন এই টুর্নামেন্ট কলেজে অধ্যাপক হিসাবে হাজির ছিলেন মানসরঞ্জন দাস । 
   
পেশাগত মৌমিতা দাস ডিজিটাল বাংলা সংবাদপত্র পোর্টাল "নয়া ঠাহর " নবনিযুক্ত সাংবাদিক। অসমের গুয়াহাটি ও কলকাতা থেকে একযোগে " নয়া ঠাহর" প্রকাশ পায়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি  জোনাল অফিস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.