Header Ads

প্রধানমন্ত্রী মমতা বৈঠক বঙ্গ তাকিয়ে আছ, মমতা বলেন নতুন সংসদ ভবনে ক্রুটি আছে

 অমল গুপ্ত, বহরমপুরের ,কলকাতা; পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্োপাধ্যায়  এখন দেশের রাজধানী তে ভাইপো অভিষেক কে নিয়ে গেছেন।প্রধানমন্ত্রী র সংগে  এক বৈঠকে উপস্থিত থাকবেন।কেন্দ্র জি এস টির টাকা তুলে নিয়ে  যায় ফেরৎ দেই না,১০০দিনের শ্রমের টাকা দেই নি। সাস্থ্য খাতের সহ বিভিন্ন খাতে টাকা বন্ধ করে দিয়েছে।এই সব দাবি পত্র নিয়ে মমতার দিল্ল্লী যাত্রা। সংসদ ভবনে হামলা চালায় প্রধানমন্ত্রী চারদিন বাদ মুখ খুলেছেন। মমতা বলছেন নতুন সংসদ ভবন হামলা নিরাপত্তা আঘাত  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় বাংলার যোগ আছে।বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন বাংলা কি আফগানিস্থান পরিণত হচ্ছে? তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ  দাবি করেছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০৩৬ সাল পর্যন্ত পদে থাকবেন তারপর মুখ্যমন্ত্রী পদে বসবেন অভিষেক   ইন্ডিয়া  জোটের বৈঠক অনুষ্ঠিত হবে বুধ বার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.