মাতৃ ভাষা বাংলা অধিকারের দাবিতে
*মাতৃভাষার অধিকারের দাবিতে আন্দোলনের ডাক কলকাতায় সর্বদলীয় ভাষা সম্মেলনে*।।
সর্বভারতীয় বাংলাভাষা মঞ্চের উদ্যোগে গত ১লা ডিসেম্বর, ২০২৩,বেলা ১টা; কলিকাতা বিশ্ববিদ্যালয় আশুতোষ হলে একটি ঐতিহাসিক সর্বদলীয় ভাষা কনভেনশন অনুষ্ঠিত হল ।যার নাধ্যমে তারা রাজ্যের সব দলের নেতাদের মাতৃভাষার অধিকারের আন্দোলনে যুক্ত করার এক মহতি উদ্যোগ নিয়েছেন । এমন চরিত্রের শিক্ষা কনভেন শন কলকাতা হয়তো এই প্রথম দেখলো। আয়োজিত এই কনভেনশনে মূল প্রস্তাব উত্থাপন করে বক্তব্য রাখেন আয়োজক সমিতি সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের সাধারণ সম্পাদক ও সমাজভাষা গবেষক নীতীশ বিশ্বাস। সম্মেলন উদ্বোধন করেন বাংলা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষা বিদ ও প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সিপি আই এম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য । অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন আর এস পির সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ মনোজ ভট্টাচার্য, সিপি আই-এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কল্যাণ ব্যানার্জি, তৃণমূল বিধায়ক ও সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারি, সভাপতি, বাংলা দলিত সাহিত্য আকাদেমী, আরপিআই ( আতাউলে) এর পশ্চিমবঙ্গের রাজ্য, সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক। বিশেষ অতিথিহিসেবে যোগ দেন মানভূম ভাষা আন্দোলনের প্রবীণ সৈনিক কাজল সেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডীন ও বিশ্ববিদ্যালয় আধিকারিক সংঘের প্রাক্তন সভাপতি অধ্যাপক অসিতকুমার দাস, প্রধান শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা যুগের নেতৃত্ব সূর্যাংশু ভট্টাচার্য , সারা ভারত মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার, বিশ্ববিদ্যালয় শিক্ষা কর্মী ইউনিয়নের সর্ব ভারতীয় নেতৃত্ব অঞ্জন ঘোষ, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির( ওবকূটা) নেতা ও কুটার বর্তমান সম্পাদক অধ্যাপক সনাতন চট্টোপাধ্যায় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক আশিস কুমার সানা ও অনুষ্ঠানের সভাপতি প্রবীণ প্রশাসক সমাজ ব্রতী সমীর বরণ দাস , আর উত্তরাখণ্ডের অতিথি শিক্ষক পঙ্কজ দাসগুপ্ত।
সভার মুখ্য দাবি তুলে ধরে নীতীশ বিশ্বাস বলেন ভারতের দ্বিতীয় প্রধান ভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠা ও পুনোরুদ্ধারের জন্য এখন আমাদের সামনে যে সুবর্ণ সুযোগ এসেছে ,তাকে কাজে লাগিয়ে *ভাষা গণতন্ত্রের সৈনিকদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে*।অনুষ্ঠানের উদ্বোধক অধাপক পবিত্র সরকার উত্থাপিত প্রস্তাবকে আন্তরিক ভাবে সমর্থন জানিয়ে *রাজ্যের সার্কুলারে সমস্ত বোর্ডের সমস্ত স্কুলে একটি পেপার হিসেবে বাংলা পড়ানোর বিষয়ে যে প্রশাসনিক দুর্বলতা দেখা যাচ্ছে তা দূর করার দাবি জানান* । তিনি বলেন, কেন্দ্রের সিদ্ধান্তের যে ব্যাপকতা তা সুষ্ঠু ভাবে প্রযুক্ত করাতে হলে আমাদের আন্দোলনের পথে আরো বলিষ্ঠ ভাবে যেতে হবে । প্রধান বক্তা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন কেবল সার্কুলারে তৃপ্ত থাকলে হবেনা *আমাদের তীব্র আন্দোলনের পথেই মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করতে হবে*, সে ক্ষেত্রে তিনি বলেন সেই আন্দোলনের সামনে থাকতে তিনি সাগ্রহে রাজী আছেন। গুরুত্বপূর্ণ এ কনভেনশনের সুষ্ঠু সঞ্চালনায় ছিলেন অধ্যাপিকা যূথিকা পান্ডে , দিলীপ পাল , অমিতাভ চক্রবর্তী। এবং অভ্যর্থণায় ছিলেন অধ্যাপিকা মহুয়া বিশ্বাস,তপন দাস,গৌরী হালদার ও নমিতা দাস।








কোন মন্তব্য নেই