বরাকের পেপার মিল কে চিনা নির্ভর অর্থ নিতি গড়ে তুলতে চাইছে অভিযোগ জাকরু র
**************************
*অমৃত কালের আত্মনির্ভর ভারতের প্রতিশ্রুতি এখন মিথ্যাচারীতায় প্রমাণিত, আসামে অবস্থিত এশিয়ায় বৃহত্তর কাগজ শিল্প বন্ধ করে চায়না নির্ভর ভারত গড়ার দেশদ্রোহী পরিকল্পনা।*
===================
ভারতের ডাইরেক্টরেট জেনারেল অব কমার্সিয়েল ইন্টেলিজেন্স এন্ড স্টেটিস্টিকস সংস্থার রিপোর্টে বিস্ফোরক তথ্য ফাস, রিপোর্টে বলা হয়েছে যে বিগত এপ্রিল ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যেই ভারতে কাগজ আমদানিতে ৪৩% বৃদ্ধি হয়েছে।
এদিকে ডলারের বিনিময় টাকার মূল্যে লাগামহীন পতন হওয়া সত্তেও ৬৪৮১ কোটি টাকার ডলার বিনিময়ে ৯৫৯০০০ ( নয় লক্ষ উনষাট হাজার) মেট্রিক টন বিদেশি কাগজ ভারতে আমদানি করা হয়েছে যার মধ্যে সিংহ ভাগ এসেছে চীন থেকে।
আসামে প্রতিষ্টিত এশিয়ায় দুইটি বৃহত্তর কাগজ শিল্প, কাছাড় ও নগাঁও কলের উন্নয়নের নামে আবন্টিত ৪১৪১ কোটি টাকা আত্মস্বাত করার পর কাগজ কল দুইটি বন্ধ করে দেওয়া হলো আর এখন দেশের কাগজের চাহিদা মেটাতে চীন ও এশিয়ার অন্যান্য দেশ থেকে কাগজ আমদানি করা হচ্ছে, একেই বলে অমৃতকালের আত্মনির্ভর ভারতের আসল চিত্র আর ষড়যন্ত্র।
একদিকে দুই লক্ষ কর্মসংস্থান ধ্বংস, শিক্ষিত বেকার - হাজার হাজার গ্রেজুয়েট ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা, আই,টি,আই, এম বি এ, সাধারণ গ্রেজুয়েট ও অন্যান্যদের ভবিষ্যৎ কর্মসংস্থান ধ্বংস , অন্যদিকে চীনের অর্তনৈতিক উন্নয়ন ও চীনা যুব প্রজন্মের কর্মসংস্থান সুনিশ্চিত করে ভারতীয় শিল্প, ভারতীয় অর্থনীতি চীনের হাতে সমর্পিত করার জঘন্য ষড়যন্ত্র চালানো হচ্ছে যা দেশদ্রোহীতা ছাড়া অন্য কিছু হতে পারেনা।
কাগজ কল পুনরোজ্জ্বীবন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, পূর্বতর মূখ্যমন্ত্রী র বারং বার প্রতিশ্রুতি মিথ্যাচারিতায় প্রমাণিত যা এক কলংকময় অধ্যায়, উপরন্তু কাগজ কলের নামে আবন্টিত ৪১৪১ কোটি টাকা তছরুপ, বেতন বন্ধ করে রেখে এযাবৎ ১১৬ জন নিরিহ শ্রমিককের প্রাননাশ, আর ভারতের জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারত কে বিদেশ নির্ভর করার কুচক্রান্তে লিপ্ত দেশদ্রোহী কার্য্যকলাপ, যা ক্ষমার অযোগ্য।
অতি পরিতাপের বিষয় যে আমাদের সংগে মৌ চুক্তি সাক্ষরিত হওয়ার পর বর্তমান মাননীয় মূখ্যমন্ত্রী ড : হিমন্ত বিশ্ব শর্মা বিগত ০৭/০৭/২০২২ ঘোষণা করেছিলেন কাগজ কলের পুনরুজ্জ্বীবন অতি সত্তর হবে, কিন্তু আজ পর্যন্তও কোনো হেল-দোল পরিলক্ষিত হচ্ছে না, যার জন্য জনগন আবারও প্রতিশ্রুতি ভংগের আশংকা করছেন, যা খুবই দু:খজনক।
দেশীয় শিল্প, আর্থ-সামাজিক ব্যবস্থা, যুব প্রজন্মের কর্ম সংস্থান ধ্বংস করে যারা চীন ও অন্যান্য দেশের দালালী করছে এদের প্রতিহত করতে না পারলে দেশ ও দেশের আগন্তুক নব প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার।
জাকরু 'র আহবান, বিদেশি কাগজ আমদানি বন্ধ করে স্বদেশী শিল্পের উৎপাদন অবিলম্বে আরম্ভ করা হউক এবং আত্মনির্ভর ভারতের পরিকল্পনা আক্ষরিক অর্থেই প্রতিষ্ঠিত করা হউক অন্যথায় বরাক - ব্রহ্মপুত্র সহ দেশের জনগণের প্রতি বিশ্বাসঘাতকতার উচিৎ জবাব দেওয়ার জন্য ২০২৪ এর নির্বাচনের অপেক্ষায় জনগণ।
জাকরু বর্তমান সরকারের এই দেশীয় শিল্প ধ্বংস কারী ও ভারতকে পরদেশী নির্ভর করার চক্রান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছে আর এই আন্দোলনে জনগণের সহযোগিতার বৈপ্লবীক আহবান জানায় জাকরু যাতে দেশমাতৃকার স্বার্থ রক্ষার্থে তীব্র প্রতিরোধ গড়ে তোলা যায়। বন্দেমাতরম, ইনকিলাব জিন্দাবাদ ✊✊✊
শুভেচ্ছান্তে,
সংগ্রামী অভিনন্দন সহ,
মানবেন্দ্র চক্রবর্তী, সভাপতি,
জাকরু, কাছাড় ও নগাঁও, কাগজ কল, আসাম।
ফোন : ৮৭২১৯৮০০১৬.








কোন মন্তব্য নেই