পাহাড়ের গর্তে ১৭দিন আবদ্ধ থাকার পর ইঁদুর গর্ত থেকে ভারতের গরীব শ্রমিক রা তাদের উদ্ধার করে তারপর ভারতের বিজয় হবে কি ?
অমল গুপ্ত বহরমপুর : ১৭দিন লড়াই করার পর ৪১ জন শ্রমিক কে উদ্ধারে অত্যাধুনিক যন্ত্র ব্যর্থ হয়ে গেল। দেশের নামি দামী প্রযুক্তি বিদ রা সংবাদিদের সামনে বড় বড় কথা বলে বাহবা নিলেন। শেষ পর্যন্ত সেই কয়লা চুরির পর্দ্ধতি ইঁদুর গর্ত খুঁড়ে একজন একজন করে ৪১ জন শ্রমিক কেই তুলে আনা হল। কোথায় গেল ভারতের বিজ্ঞানী প্রযুক্তি বিদ ।তাদের তো কোনো ভূমিকা ছিল না উত্তরা খন্ড এর ভূমিকা কি ছিল? , টানেলে এর পাশে এক দেব মন্দির ছিল তা খুঁড়তে আপত্তি প্রকাশ করে অন্য শ্রমিকরা সেই ব্যাপারে সরকার নতুন করে দেবস্থান নির্মাণ করে দেবার আশ্বাস দেন। সেই কাজ টুকু সরকার করেছে। তার বেশি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রমিকদের উদ্ধারের সময়ে ক্যাবিনেট বৈঠকে ব্যস্থ ছিলেন তিনি সফল উদ্ধারের সময় আবেগিক হয়ে পড়েন। এদিকে মুখ্য মন্ত্রী মমতা বলেছেন উদ্ধার করা শ্রমিক রা ছিলেন সংখ্যা লঘু সম্প্রদায় ভুক্ত।তাদের উপযুক্ত আর্থিক








কোন মন্তব্য নেই