বর্ডার সিকিউরিটি ফোর্স কয়লা গরু চুরি করছে দোষ হচ্ছে তৃণমূলের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
অমল গুপ্ত। কান্দি জেল রোড : তৃণমূল কংগ্রেস দলের আজকের মেগা সভা তে তৃণমূল দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের অসুখের জন্যে উপস্থিত থাকতে পারেন নি। প্রধান মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আর্থিক সামাজিক নানা সমস্যা নিয়ে আলোকপাত করেন। ডিসেম্বর 2,3তারিখ মাসে প্রতি বুথে মিটিং করে পুরোনো দের পাশে টানার আবেদন করেন । বলেন অভিষেক কাজের ছেলে চোখের অসুখে জন্যে আজ আসতে পারেননি। রাজ্যে গরু চোর কয়লা চুরি জন্যে তিনি বি এস এফ এর ঘাড়ে দোষ চাপা লেন।। রাজীব গাঁধীর বিরুদ্ধে bofors কাণ্ড অভিযোগ করেও বিজেপি হার স্বীকার করতে বাধ্য হোল। প্রমান দিতে পারেনি। ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে দিল্লী যাবেন সংসদ চলার সময় প্রধানমন্ত্রী সময়ে না দিলে রাস্তায় নেমে মার খাব। রাজ্যের বকেয়া টাকা দিতে হবে। তিন মাসের মধ্যে দিল্লিতে ক্ষমতা কায়েম এর ডাক দিলেন মমতা। বলেন বিজেপি আয়ু আর মাত্র তিন মাস তার পরে যাবে। বলেন আমাদের চোর বলে অপবাদ দেওয়া হচ্ছে আমাদের চারজন বিধায়ক কে গ্রেফতার করেছে আমরা আট জন কে গ্রেফতার করবো। বিশ্ব কাপে হেরে যাওয়ায় তৃণমূল নেত্রী নাম না করে বলেন দিল্লী নেতারা খেলা দেখতে যাওয়ায় ভারত হেরে গেলো। সবকিছুই কেই gerua রং দিচ্ছে বিজেপি বলে মন্তব্য মমতা র। বলেন কলকাতায় বিশ্ব কাপ হলে ভারত জেতার চান্স ছিল। বলেন খেলোয়াড় দের ড্রেস এ gerua রঙ লাগিয়ে দিয়েছে। প্রধান মন্ত্রী o স্বরাষ্ট্রমন্ত্রী কে jogai ,madhai বলে উপহাস করেন। মুখ্যমন্ত্রী কংগ্রেস কে আক্রমণ করেনি বিজেপি আর সিপিআইএম আক্রমন করেন।
কোন মন্তব্য নেই