Header Ads

আন্তর্জাতিক যোগ দিবসের কাউন্ট ডাউন শুরু

অমল গুপ্ত,গুয়াহাটি:আর্ন্তজাতিক যোগ দিবসের কাউন্ট ডাউন শুরু হয়ে  গেছে।আগামী কাল ডিব্রুগর  বিশ্ব  বিদ্যালয় প্রাঙ্গনে আর্ন্তজাতিক যোগ দিবসের ৭৫দিন বাকি থাকা দিনের সূচনা করবেন কেন্দ্রীয় আয়ুস মন্ত্রী সর্বানন্দ  সনওয়াল। তিনি আজ ভেটাপাড়া কেন্দ্রীয়   সরকারের ভেষজ  চিকিৎসা গবেষণা কেন্দ্রে সাংবাদিক  সম্মেলন ডেকে একথা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ ভারতীয়  প্রাচীন জোগাভ্যাস কে  বিশ্বে  ছড়িয়ে দেওয়ার আবেদন করেছিলেন রাষ্ট্র সংঘের কাছে ।আজ  আর্ন্তজাতিক পর্যায়ে তা স্বীকৃতি  পেয়েছে।বিশ্বের১৯৩টি দেশে  প্রতি বছর ২১ জুন  যোগ দিবস উদযাপিত হচ্ছে বলে মন্ত্রী জানান। শরীর , মন ও আত্মা র সজীবতা রক্ষায় সুস্বাস্থ্যের  অধিকারী হওয়ার  রক্ষা কবচ হিসাবে  বিশ্বের মানুষ দিন টি  পালন করছে। ৭৫দিনের কাউন্ট ডাউন হিসাবে কাল ডিব্রুগর বিশ্ব বিদ্যালয় অসমে সরকারের   সহযোগিতা নিয়ে দিন টি উদযাপিত হবে।ত্রিপুরার মুখ্যমন্ত্রী  অসমের স্বাস্থ্য মন্ত্রী কেশব  মোহন্ত সহ উত্তর  পূর্বাঞ্চলের নেতা মন্ত্রী রা যোগ দেবেন। কেন্দ্রীয় জাহাজ, জল পরিবহন , আয়ুস  বিভাগের মন্ত্রী সর্বানন্দ সনওয়াল বলেন   দিল্লির    মরার জি দেশাই যোগ বিশ্ব বিদ্যালযের মত   পাঠ্য ক্রমে যোগ কে অর্ন্তভুক্ত করা হবে।ডিব্রুগর বিশ্ব বিদ্যালযের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই জন্যে  পরীক্ষার  ব্যবস্থা থাকবে।সফল প্রাথীদের  কলেজে ডিগ্রি প্রদানের মত সার্টিফিকেট দেওয়া হবে।সেই সার্টিফিকেট  কেন্দ্রীয় আয়ুস মন্ত্ৰালয় সহ রাষ্ট্র সংঘও গ্রহণ করবে।এর ফলে কর্ম  সংস্থানের দুয়ার খুলবে।তিনি জানান  বিশ্বের ১৯৩টি দেশের ১২৫কোটি মানুষ আর্ন্তজাতিক যোগ দিবসে  সামিল হয়েছিল এবার আরো বাড়বে।অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ জানান  বিশ্বের ১২হাজার  মানুষ যোগের উপকারিতা নিয়ে গবেষণা পত্র জমা দিয়েছে। তা দেখানোর  ব্যবস্থা  হয়েছে। কেন্দ্র এই  জোগাভ্যাস কে আম জনতার মাঝে ছড়িয়ে দেবার জন্য ৫,মিনিটের এক  apas প্রস্তুত করেছে। এক হাজার বছরের ভারতের প্রাচীন সনাতন  ঋষি মুনিদের  যোগ প্রাণায়াম  আজ প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির জন্যে সারা বিশ্বে  ছড়িয়ে দিয়েছেন। শরীর  ,স্বাস্থ্য মন আত্মা র  সার্বিক  কল্যাণে   দৈনন্দিন যোগাভ্যাস  বড় জরুরি ।দেশের প্রতিটি  পর্যায়ে বিদ্যালয় অফিস ক্লাব এমনকি সাংবাদিক  কার্যালয় সর্বত্র   যোগাভ্যাস  অনুশীলনের উপর জোর দিলেন মন্ত্রী ।

 

 

 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.