Header Ads

রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মূ ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন

নয়া ঠাহর ,গুয়াহাটি দেশের রাষ্ট্রপতি   দ্রৌপদী মুর্মূ আগামি কাল কাজিরাঙা যাবেন।দুদিন   থাকবেন।হাতি মহোৎসব এ অংশ গ্রহন করবেন  হাতি সাফারি করবেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের উজ্জ্বল পরম্পরা  বিহু  নৃত্য   উপভোগ করবেন।রাজ্যের ১২হাজারের বেশি বিহু শিল্পী অংশ গ্রহন করে   গ্রীনিজ বুকে নাম অর্ন্ত ভুক্ত  করবেন। প্রধানমন্ত্রী অসমের প্রথম  এমসের  সূচনা করবেন আনুষ্ঠানিক ভাবে।আজ আই পি এল খেলা অনুষ্ঠিত হয়। পাঞ্জাব সুপার আর রাজস্থান রয়্যালস মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। বাইরের মানুষ যাতে  পচা নোংরা ভরলু নদী দেখতে না পায় তাই সবুজ টিরপল দিয়ের ঢেকে ফেলা হয়েছে।



 









কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.