গুয়াহাটি প্রেস ক্লাবে বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্ত কে বিশেষ সম্বর্ধনা
নয়া ঠাহর, গুয়াহাটি:অসমের বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্তের এক অপেরাশন হয় ব্যাঙ্গালোরের মানিপাল সুপার হাসপাতালে গুয়াহাটি প্রেস ক্লাবের স্বর্ণ জয়ন্তী উৎসবে উপস্থিত থাকতে পারেন নি।গতকাল গুয়াহাটি প্রেস ক্লাবে র সহ সভাপতি ধনী রাম কলিতা র হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করেন। সাংবাদিক পিয়ালী ঘোষ দে ও সাংবাদিক অনুপমা ডেকাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই পুরস্কার প্রদানের জন্যে বাংলা পোর্টাল নয়া ঠাহর এর পক্ষ থেকে গুয়াহাটি প্রেস ক্লাব কর্তৃপক্ষর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।""জীবন জোড়া সংবাদ সাধনার"" স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয় ।








কোন মন্তব্য নেই