কামাখ্যা ধামের নিচে মিথ্যা কথা বলে গেলেন অরবিন্দ কেজরিয়াল অভিযোগ হিমন্ত বিশ্ব শর্মার
অমল গুপ্ত, গুয়াহাটি:   পঞ্জাবের খালিস্থান পন্থীরা  ভিডিও পাঠিয়ে আজ মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা কে হত্যার হুমকি দিয়েছে। ডিজিপি জি পি সিং মুখ্যমন্ত্রীর  নিরাপত্তা সহ প্রতি জেলার  নিরাপত্তা বাড়িয়ে  দিয়েছেন। ডিব্রুগর জেলে আটক খালিস্থানপন্থী উপর অত্যাচার করা হয়েছে অভিযোগ তুলে  ভয়ঙ্কর পরিণতির  হুমকি দিয়েছে খালিস্থানী পন্থীরা।  আমেরিকা থেকে শিখ ফর  জাস্টিস প্রধান  গুরু পাটসন মিনা পান্নু এই হুমকি দিয়েছেন।  হুমকির আবহে  অসমের  মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি পঞ্জাবের মুখ্যমন্ত্রী  গরম গরম  বাক্য বিনিময় করেন।  আজ উদাল গুড়ির পানেড়িতে ক্যাবিনেট বৈঠক করে   হিমন্ত বলেন দিল্লীতে দের লাখ পোস্ট আছে অথচ অরবিন্দ কেজরিয়াল বলেন তারা 12 লাখ চাকরি দিয়েছেন
। কামাখ্যা মন্দিরের সামনে মিথ্যা কথা বলেন বলে   অভিযোগ করেন। আজ গুয়াহাটি সোনারাম ময়দানে আম আদমি পাটির  মুখ্যমন্ত্রী অরবিন্দ বলেন অসমীয়া মানুষ অতিথিপরায়ণ অথচ তাকে এখানে আসার দুদিন আগে থেকে হুমকি দিয়ে জেলে ভরার কথা বলে   হিমন্ত বাবু সংস্কৃতি বিরোধী কথা বলছেন। দিল্লি সরকার বিদ্যালয় গড়ছে আর অসমের মুখ্যমন্ত্রীর পত্নী  প্রাইভেট স্কুল গড়ছেন  ।তিনি বলেন এখানে  গেটে  মাশুল বৃদ্ধি করা হয়েছে।এখানে কয়লা মফিয়ার সরকার চালাচ্ছে  তারা সুন্দর দিল্লি বানিয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন  ঝাড়ু  প্রতীকে ভোট দিন। এক সালের মধ্যে প্রতি ঘরে চাকরি ,বিনা মূল্যে বিদ্যুত পানীয় জল দেওয়ার আশ্বাসের ফুল ঝুড়ি ফোটান।এদিকে হিমন্ত বিশ্ব শর্মা আশ্বাস দেন তারা অসমের বেকার সমস্যা থেকে সব সমস্যা সমাধান করবে। বলেন অসমে 90  শতাংশ মানুষ শান্তিতে স্বর্গে বাস করছেন অপরদিকে দিল্লীতে 70 শতাংশ বস্তির মানুষ   নরকে বাস করেন।  এই  রাজনৈতিক  বাতাবরনের মধ্যেই কংগ্রেস নেতা রানা গোস্বামী জানিয়ে দিলেন চারজন কংগ্রেস   বিধায়ক বিজেপি পক্ষে কাজ করছেন।তার প্রমান আছে। এর মধ্যেই শিলচর এন আই টির কয়েকজন ছাত্র   রেগিং এর কবলে পড়েন।মুখ্য মন্ত্রী কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারী র অনুরোধ ক্রমে আজ উদালগুড়ির পানেড়িতে ক্যাবিনেট বৈঠক হয়।মুখ্যমন্ত্রীর প্রাণের উপর হুমকি থাকার সময়ে মুখ্যমন্ত্রী  এই জেলাতে রাত বাস করেন।
 








 
   
   
 
 
 
 
কোন মন্তব্য নেই