Header Ads

ভারতের একশো ক্ষমতাশালী ব্যক্তিদের ১৭তম স্থানে হিমন্ত বিশ্ব শর্মা

নয়া  ঠাহর ,গুয়াহাটি:  দি  ইন্ডিয়ান এক্সপ্রেস  ভুল ভ্রান্তি ভুলে রাজনৌতিক দৃষ্টি কোন থেকে সব নেতাকে খুশি  করে ১০০জনের তালিকা তৈরি করেছে।সেখানে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি অমিত শাহ, মোহন ভাগবত সহ সবাই আছেন।কংগ্রেস সাংসদ অধীর  চৌধরী আছেন ৬৬তম  তালিকায়, তার সম্পর্কে বলা হয়েছে তিনি ফটবল ক্রিকেট খুব  ভালবাসেন।খেলার পাতা খুঁটিয়ে পড়েন। অসমের মূখ্য মন্ত্রী সম্পর্কে অবাক করা কথা বলা হয়েছে ।বলা হয়েছে এক দশকে তিনি মাত্র ১৭টি সিনেমা  দেখেছেন। উত্তর পূর্ব রাজ্য  ক্ষমতা দখলে তাঁর অবদান স্বীকার করে বলা হয়েছে বিজেপি রাষ্ট্রিয় রাজনীতি তে তিনি অন্যতম প্রচারের মুখ। দেশের সব  শিল্প পতি নেহরু পরিবার সবাই স্থান পেয়েছেন ১০০  এর  তালিকায়।কেউ  অখুশি হবে না



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.