Header Ads

নওগাঁ তে পথ দুর্ঘটনা নিহত এক

নগাঁওয়ে বেবেজীয়াতে শোকাবহ সড়ক দূর্ঘটনাতে নিহত একজন।
সুনীল রায় নগাঁও ১৯মার্স :- নগাঁওয়ের বেবেজীয়ার মাহরিআটিতে শোকাবহ সড়ক দূর্ঘটনা।দূর্ঘটনাতে একজন মটর সাইকেল আরোহী স্থানে নিহত হয়। তেলের টেংকারে খুন্দা মারার ফলে এই শোকাবহ সড়ক দূর্ঘটনাটি সংঘটিত হয়।জানতে পারা মতে নিহত যুবক জন‌গুযাহাটীর বলে সন্দেহ করা হয়েছে।অবশ্যে যুবকজনের কোনো পরিচয় বর্তমান‌ লাভ করতে পারা য়ায নাই।বেবেজীয়ার পুলিশ ফাঁড়ির পুলিশে নিহত যুবক জনের মোবাইল হতে পরিচয় উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রেখেছে।বর্তমান মৃতদেহ টি মরনোত্তর পরীক্ষার‌ জনের নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসা লয়ে মার্ঘে রাখা হয়েছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.